বাংলাদেশকে হারানো এত সহজ হবে না: রাজ্জাক
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে বাংলাদেশ দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের দাপুটে জয় ক্রিকেট বিশ্বে নজর কেড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। নিউ জিল্যান্ডের মাটিতে নিউ জিল্যান্ডকে হারানো তো আর সহজ কথা নয়। তাও বাংলাদেশের মতো দল। যাদের অতীত ইতিহাসে নিউ জিল্যান্ডের মাটিতে ছিল না কোনো জয়। আগামীকালের টেস্টের দিকে তাই ক্রিকেট বিশ্বের নজর থাকবে আলাাদা করে।
বাংলাদেশ কি প্রথম টেস্টর পুনরাবৃত্তি ঘটাবে, না কি মুখ থধুড়ে পড়বে? নিউ জিল্যান্ড কি ফিরবে নিজেদের চেনা রূপে? বাংলাদেশ দলের সাথে থাকা নির্বাচক কমিটির সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক মনে করেন নিউ জিল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে দাপটের সঙ্গে।
এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা দাপটের সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।’ তিনি আরও বলেন, ‘আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে সেদিকে নজর দিতে চাই। আমাদের কাজ আমরা করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটা ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’
নির্বাচক কমিটির সর্বশেষ সদস্য রাজ্জাক আস্থা রাখতে চান এই দলটির উপর। প্রথম টেস্টের নৈপুণ্য ধরে রেখে টেস্ট ক্রিকেটে উন্নতি করতে চান। তিনি বলেন, ‘যখন যে দলটাই বাংলাদেশ দল হয়ে আসে আমি তাদের উপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।’
রাজ্জাক প্রথম টেস্ট জয়কে ‘অন্যতম সেরা জয়’ উল্লেখ করে বলেন, ‘টেস্ট জেতা অনেক অনেক বড় ব্যাপার। তার উপর সেটা যদি হয় নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমি বলব, এটা আমাদের অন্যতম সেরা জয়। যে সময়গুলোতে আমরা টেস্ট জিতেছি, প্রত্যেক সময়ই এরকম গুরুত্বপূর্ণ ছিল। সময় অনুযায়ী গুরুত্বপূর্ণ। আবার যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম সেটা ছিল আরও বেশি। এটা অন্যতম সেরা।’
এমপি/এসএ/