ঢাকাপ্রকাশের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ঢাকাপ্রকাশের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন। ছবি: ঢাকাপ্রকাশ
ঢাকাপ্রকাশ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) রাজধানীর ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজারে অবস্থিত প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে দিনটি উদ্যাপিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ঢাকাপ্রকাশের চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন অতিথি ও শুভানুধ্যায়ীরা একত্রিত হন। এসময় প্রতিষ্ঠানের সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়। আলোচনা ও মতবিনিয়ম শেষে সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাপ্রকাশের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকাপ্রকাশের সাংবাদিক ও কলাকুশলীরা।
কেক কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকাপ্রকাশের চেয়ারম্যান বলেন, আজ ঢাকাপ্রকাশের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আমি গভীর আনন্দ এবং গর্ব অনুভব করছি। তিনটি বছর আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথচলা, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, আর আমাদের প্রিয় পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলেছি। আমাদের এই অনলাইন পত্রিকা শুধুমাত্র একটি সংবাদ মাধ্যম নয়, এটি একটি লক্ষ্য, একটি প্রতিষ্ঠান যা সমাজের জন্য সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
আমাদের এই তিন বছরের যাত্রা প্রমাণ করেছে যে, আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। পাঠকদের অগাধ আস্থা ও সমর্থন আমাদের কাজের মূল প্রেরণা, যা আমাদের প্রতিদিন আরও ভালো করতে উৎসাহিত করে। এই শুভ মুহূর্তে, আমি আমাদের সমস্ত সদস্য, সাংবাদিক, কলাকুশলী এবং সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা তাদের কঠোর পরিশ্রম ও নিবেদিত শ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আমাদের সফলতার ভিত্তি তৈরি করেছেন।
আমরা বিশ্বাস করি, ঢাকাপ্রকাশ তার ৪র্থ বর্ষে পা রেখে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে। পাঠকদের সমর্থন ও ভালোবাসায় আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আরও উন্নত সংবাদ পরিবেশন, আরো সৃজনশীল উদ্যোগ এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় ঢাকাপ্রকাশের ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, আজ ঢাকাপ্রকাশের জন্মদিন। সাফল্যের তিনটি বছর পেরিয়ে, আমরা আমাদের মাল্টিমিডিয়া নিউজপোর্টালকে ৪র্থ বর্ষে পদার্পণ করতে দেখে গর্বিত। এই সময়ের মধ্যে আমরা বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে পাঠকদের মাঝে ইতোমধ্যেই এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হয়েছি।
আমাদের সকল অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের প্রিয় পাঠকরা। তাদের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা আমাদের সবচেয়ে বড় সম্পদ, যা আমাদের প্রতিদিন আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই ভালোবাসাই আমাদের শক্তি, আমাদের চলার পথের দীপ্তি। তাদের সঙ্গেই আমাদের ভবিষ্যৎ সাফল্যের চূড়ায় পৌঁছানোর দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলেছি।
এদিকে, সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিরা এবং শোবিজ অঙ্গনের অনেক নক্ষত্র ফুলেল শুভেচ্ছা জানান ঢাকাপ্রকাশ-কে। তাদের শুভকামনা এবং সমর্থন প্রতিষ্ঠানটির জন্য ছিল এক অনন্য অর্জন।
এইভাবে, ঢাকাপ্রকাশ তার তিন বছরের সাফল্যপূর্ণ যাত্রা শেষ করে আগামী দিনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা পাঠকদের ভালোবাসায় শীর্ষে পৌঁছানোর দৃঢ় আশাবাদ নিয়ে আগামীতে আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাবো, এবং সেই সঙ্গে আমাদের এই যাত্রা অব্যাহত রাখবো।