বিপিএলে তামিম-রিয়াদের সঙ্গে ভালো সময় পার হবে: মাশরাফি
ক্রিকেটের ২২ গজের নেতা ছিলেন মাশরাফি। তার নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সেরা সাফল্য অর্জন করেছে। সেই মাশরাফি এখন রাজনীতির মাঠেও নেতা। নড়াইলের সংসদ সদস্য। কিন্তু এখনো ২২ গজকে বিদায় বলেননি। তবে কিছুটা অনিয়মিত। তা অবশ্য ঘরোয়া ক্রিকেটে। খেলেননি প্রিমিয়ার ক্রিকেট লিগের টি-টোয়েন্টির গত আসর। সামনে বিসিএলের ওয়ানডে আসর। কিন্তু এই আসর খেলবেন কি না এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তবে বিপিএলে তাকে দেখা যাবে আবার বল হাত। এবার তিনি খেলবেন ঢাকা স্টার্সের হয়ে। এই দলে খেলতে গিয়ে মাশরাফি কিছুটা হলেও জাতীয় দলের আবহ পাবেন। তার সঙ্গে আছেন জাতীয় দলের দুই অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলে ড্রাফটের দিনেই তিনজনের একই দলে খেলা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। দুজনেই উপস্থিত ছিলেন ড্রাফটে। কিন্তু মাশরাফির প্রতিক্রিয়া আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুরে অনুশীলনে আসার পর তাকে পাওয়া যায়। এ নিয়ে কথাও বলেন তিনি। জানিয়েছেন অনেকদিন পর তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারবেন।
মাশরাফি বলেন, ‘ওরা(রিয়াদ ও তামিম) তো খেলার ভেতরে থাকে। ওদের ব্যাপারটা ভিন্ন। ওরা পেশাদার খেলোয়াড়। আমিও প্রফেশনাল কিন্তু এখন তো দলের সঙ্গে নেই। আমার বিষয়টা ভিন্ন। পেশাদার খেলোয়াড় হিসেবে অবশ্যই ভালো অনুভূতি। অনেক দিন পর ড্রেসিংরুম শেয়ার করব, একসঙ্গে হোটেলে থাকব। ইনশাআল্লাহ্ ভালো একটা সময় পার হবে আশা করছি।’
চার দলের বিসিএল ওয়ানডে আসর শুরু হবে ৯ তারিখ সিলেটের দুই ভেন্যুতে। প্রতিদিন দুইটি করে খেলা। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ জানুয়ারি। খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। কিন্তু মাশরাফির খেলা অনিশ্চিত। তিনি বলেন, ‘বিসিএল খেলব কি না নিশ্চিত নই। বিসিএলে খেলার কথা ছিল, আমাকে বলেছে। প্রস্তুতি পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারছি না।’
মাশরাফি বলেন, ‘আমার ব্যাকপেইন আছে একটু। আজকে অনেকদিন পর এসেছি। একটু সময় লাগবে হয়তো। সামনে বিপিএল আছে। আস্তে আস্তে শুরু করছি। ’
নিজের বোলিং প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘বোলিং তো ওরকম ভাবে করিনি। একটু ছোট রানআপে দেখছিলাম কী অবস্থা। বোলিং এখনোতো ফুল রানআপে করিনি। তাই এখনই মন্তব্য করা ঠিক হবে না। একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। হয়তো আগামী সপ্তাহে ফুল রানআপে বল করতে পারলে বুঝতে পারব। ছন্দ ফিরে পেতে বেশি দিন লাগবে না। যেহেতু ফিটনেস ঠিক আছে। যত তাড়াতাড়ি ফুল রানআপে বল করতে পারব ততো ভালো। ব্যাকপেইনের ওপর নির্ভর করছে।’
এমপি/এসআইএইচ