প্রত্যাশা করতে না করলেন মুমিনুল
বাইশ ২২ গজের ময়দানে বাংলাদেশ ভালো করতে না পারার কারণে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দলের। নিউ জিল্যান্ড গিয়ে সেখানে ভালো করার সম্ভাবনা ছিল ক্ষীন। যে কারণে দলের প্রতি সবার প্রত্যাশা ছিল না বললেই চলে।
গত ২১ বছরে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলে যেখানে কোনো সাফল্য নেই, সেখানে বিদ্যমান পরিস্থিতিতে দলের কাছে ভালো কিছু আশা করা যায়ই না। অথচ সেই আশাহীন দলটিই চমক দেখালো নিউ জিল্যান্ডকে হারিয়ে। তাও টেস্ট ক্রিকেটে। যেখানে তারা ঘরের মাঠে অপ্রতিরোধ্য। দলের এমন সাফল্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভালো করার পাশাপাশি প্রত্যাশা কম থাকাটাও বিরাট সহায়তা করেছে বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল।
তিনি বলেন, ‘অবশ্যই এটা (প্রত্যাশা কম থাকা) বিরাট সহায়তা করেছে। সবচেয়ে ভালো ছিল, আপনাদের কোনো প্রত্যাশাই ছিল না। এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’ কিন্তু এই টেস্ট জেতার পর আবার সবার প্রত্যাশা বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মুমিনুল বলেন, ‘এখন জানি না, পরের টেস্ট ম্যাচের জন্য হয়তো প্রত্যাশা বেড়ে যেতে পারে আপনাদের। তবে এত বেশি আশা না করাই ভালো। আপনারা কোনো আশা করবেন না আমাদের কাছে। এটাও আশা করবেন না যে এক-দেড়-দুই বছরের মধ্যে ৫-৬ নম্বর দল হয়ে যাব।’
এই টেস্ট জয় নিয়ে তিনি বলেন, ‘আমরা এই টেস্ট জিততে মরিয়া ছিলাম। গত ২ বছরে আমরা টেস্টে খুব একটা ভালো করতে পারিনি। টেস্টে উন্নতি করতে আমরা মুখিয়ে ছিলাম। এটা দলীয় প্রচেষ্টার ফসল। তিন বিভাগেই ভালো করেছি। বিশেষ করে বোলাররা। প্রথম ইনিংতে আর্দ্রতা কাজে লাগিয়ে ভালো বোলিং করেছে। তার পর ব্যাটসম্যানরাও ভালো করেছে। সবাই জিততে মুখিয়ে ছিল। আমাদের জন্য জেতাটা জরুরি ছিল।’ এমন একটি সাফল্য মুমিনুল ভুলে যেতে চান। এই টেস্ট জয়ে আপ্লুত হয়ে থাকতে চান না। তার ভাবানয় চলে এসেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যেটি শুরু হবে ৮ জানুয়ারি। তিনি বলেন, ‘আজকে আমি এই জয় ভুলে যেতে চাই এবং ক্রাইস্টচার্চে পরের টেস্টে নজর দিতে চাই।’
এমপি/এমএমএ/