শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

লিজেন্ডস লিগ ক্রিকেটকে মাশরাফীর ‘না’

সাবেকদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগ ক্রিকেটকে ‘না’ বলে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বিতীয় আসরে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে টেনে নিয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। এই দলে আরও সুযোগ পেয়েছেন জ্যাক ক্যালিস, মিচেল জনসন, রস টেইলের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। দলটিকে নেতৃত্ব দিবেন ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

এই আসরে খেলার জন্য আয়োজকরা গত তিনমাস থেকে মাশরাফীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। তাকে দলে টেনে নেয়ার পর আজ তিনি তাদেরকে তার না খেলার বিষয়টি জানিয়ে দেন।

এ বিষয়ে তিনি মুঠোফোনে ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমি আজ তাদের না করে দিয়েছি খেলবো না বলে। খেলার জন্য আমার হাতে সে রকম সময় নেই। আমি এখন নানা কাজ নিয়ে অনেক ব্যস্ত।’

জাতীয় দলে না খেললেও মাশরাফী ঘরোয়া আসর এখনো নিয়মিত খেলেন। সর্বশেষ তিনি খেলেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। তাকে পরবর্তিতে দেখা যাবে আবার বিপিএলের পরবর্তি আসরে।

লিজেন্ডস ক্রিকেট লিগে অংশ নিয়ে থাকে ৪ দল। প্রথম আসরে খেলেছিল ৩ দল। এবারের আসরের দলগুলো হলো বিলওয়ারা কিংস, গুজরাট জায়ান্টস, ইন্ডিয়া ক্যাপিটালস ও মানিপাল টাইগার্স। ইরফান পাঠান বিওয়ারা কিংসের বীরেন্দ্র শেবাগ গুজরাট জায়ান্টসের ও হরভজন সিং মানিপাল টাইগার্সকে নেতৃত্ব দেবেন।

এমপি/এএস

Header Ad
Header Ad

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

১৪তম সন্তানের বাবা হলেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্কের অনুমোদনের পরই সন্তানের কথা জানালেন তার বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১ মার্চ) পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলিসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে শিশু। শিশুটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

নবজাতকের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস জানিয়েছেন, মাস্ক ও জিলিস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলিস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন।

Header Ad
Header Ad

৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: ঢাকাপ্রকাশ

আগস্টের ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণে দেশের মানুষের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়। সেজন্য বিএনপিসহ রাজনৈতিক দলগুলো মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

আহমেদ আযম খান বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়- তাহলে দেশের মানুষ খুশি হবে। সেসময় আসতে এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাঠামোগুলো শেষ করা যাবে।

শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস অ্যাকাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আযম বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হচ্ছে- সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার আশায় অপেক্ষা করছে।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, নতুল দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই দলসহ যে-সকল দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্র হয়ে আগাাম নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

তিনি আরও বলেন, দুই/একটি দল নির্বাচনের বিরোধিতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে- এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।

এসময় কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি সোরহাব হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুল ইসলাম রবিন প্রমুখ।

Header Ad
Header Ad

জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে (আইডিইবি) ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের (এনআরএফ) আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রিজভী বলেন, আজ দুয়েকজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন, ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। এরশাদ, জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা যে ঠিক নয়, জিয়া যে অন্য মাত্রার, অন্যকিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। আজ অনেকে দল করছেন, আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি।

তিনি বলেন, এতগুলা টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্রে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? বাকশালের অন্ধকার গুহা থেকে গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন জিয়াউর রহমান। যেসব বুদ্ধিজীবী বলেন, বিএনপিও তো ক্ষমতায় থেকে তৈরি, বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা বিএনপির জন্মের সঙ্গে অন্য দলের জন্মের হাজার পার্থক্য আছে। কারণ বিএনপি এমন একটি আলোচিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই আবার যখন গণতন্ত্র সংকটের মুখে পড়েছে বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্র বিজয় করেছিলেন ৯০ দশকে।

তিনি আরও বলেন, ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত যে প্রেরণায় আমরা জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি, আমাদের সালাহউদ্দিন আহমেদ (স্থায়ী কমিটির সদস্য) দুই মাস অন্ধকার কুঠুরিতে থেকেছেন, যেখানে দিন না রাত বোঝা যায় না, এত যে নির্যাতন এটা কার প্রেরণায়? এটা বেগম খালেদা জিয়ার প্রেরণায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব হাবিবউননবী খান সোহেল, প্রফেসর ড. তাজমেরী এস এ ইসলাম, ছাত্র সম্পাদক রফিকুল ইসলাম বকুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, ভারপ্রাপ্ত চেয়্যারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, সহ-স্বেচ্ছা সেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজেড সভাপতি কাদের গণি চৌধুরীসহ অনেকে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১৪তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক
৫ ডিসেম্বর নির্বাচন হলে ভালো হয়: আযম খান
জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী
খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ
রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের  
এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরাসরি ডাক পায়নি আবু সাঈদের পরিবার