হতাশায় শুরু বার্সেলোনার
ম্যাচের আগেই নতুন খেলোয়াড়দের নিবন্ধন জটিলতা মিটিয়ে একঝাঁক খেলোয়াড়কে এবারের দলবদলের মৌসুমে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তারপরও জিততে পারেনি দলটি। যদিও পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছে লেভানদোভস্কি, রাফিনিয়া ও উসমান দেম্বেলে। কিন্তু গোলের জন্য নেওয়া ২১টি শটের মধ্যে মাত্র ৬টি শট লক্ষ্যে রাখতে পারেন তারা।
শনিবার (১৩ আগস্ট) রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটে একবার বল জালে জড়ান লেওয়ানডস্কি। কিন্তু বার্সেলোনার এই স্ট্রাইকার অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়ে যায়। ২০ মিনিটের সময় ফের দেম্বেলের জোরালো শট ঠেকিয়ে দেন ভায়োকানোর গোলরক্ষক। এভাবে প্রথমার্ধে আরও বেশ কয়েকটি আক্রমণ গিয়ে ব্যবধান গড়তে ব্যর্থ হয় জাভি হার্নান্দেজের শিষ্যরা।
উল্টো দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড সের্হিও কামেইয়ো গোলরক্ষককেও কাটিয়ে দুরূহ কোণ থেকে শট নেন। তবে তার শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এজন্য বেঁচে যায় তারা।
৬০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সা কোচ। তারপরও লাভ হয়নি। কারণ বদলি হিসেবে মাঠে নামা আনসু ফাতি ও সের্হিও বুসকেতসের বুলেট গতির শটও দারুণ নৈপুণ্যে ফেরান গোলরক্ষক স্তই দিমিত্রিয়েভস্কি।
আক্রমণের ধার আরও বাড়াতে ৮৪তম মিনিটে পরিবর্তন আনেন জাভি। এবার ডিফেন্ডার আলবাকে তুলে নিয়ে মাঠে নামন ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে। কিন্তু এ পরিকল্পনাও ভেস্তে যায়। কারণ তার শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বলে লেভানদোভস্কির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর চার মিনিট পর ফাতির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বলে প্রতিপক্ষের জালে বল জড়ান ফঁক কেসিয়ে। তবে এবারও অফসাইডের কবলে পড়তে হয় বার্সেলোনাকে।
অতিরিক্ত যোগ করা সময়ের খেলায়ও ১-০ ব্যবধান গড়তে ব্যর্থ হয় জাভির শিষ্যরা। কারণ অফসাইডের পতাকা ওঠায় ফালকার গোলটি বাতিল হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এসআইএইচ