অস্ত্রোপচার করাতেই হচ্ছে সোহানকে
শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতেই হচ্ছে নুরুল হাসান সোহানকে। তবে সে অস্ত্রোপচার বড় নয়, ছোট। অপরেশনের পর দিনই তিনি দেশে ফিরে আসতে পারবেন।
নুরুল হাসান সোহানের অস্ত্রোপচার কার হবে সিঙ্গাপুরে। তার সঙ্গে বিসিবির প্রধান ডাক্তার দেবাশীষ চৌধুরিও আছেন। সোহানের অস্ত্রোপচার আজই (সোমবার) হওয়ার কথা। আগামীকালই তিনি দেশে ফিরে আসতে পারবেন। অস্ত্রোপচারের খবর সোহান সোমবার নিজেই তার ফেসবুকে পেইজে জানিয়ে লিখেছেন, ‘আমার আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। সবার কাছে দোয়া চাচ্ছি।’
নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়েছিলেন জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। তিনি চোট পেয়েছিলেন বাঁহাতের তর্জনিতে। সফরে তিনি অধিনায়ক ছিলেন। ইনজুরিতে পড়ার পরও তিনি ম্যাচের বাকি সময় কিপিং করেছিলেন। সেই ম্যাচে তাকে আর ব্যাটিং করতে নামতে হয়নি বাংলাদেশ সাত উইকেটে ম্যাচ জিতে যাওয়াতে। কিন্তু সোহানের সফর শেষ হয়ে যায়। ফিরে আসতে হয় দেশে। সফরে তিনি ছিলেন অধিনায়ক।
ইনজুরিতে পড়ার পর সোহানের মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে দলের ফিজিও জানিয়েছিলেন। এখন অস্ত্রোপচার করাতে মাঠে ফিরতে সময় আরেও বেশি লাগবে। যে কারণে তার এশিয়া কাপ খেলার আর কোনো সম্ভাবনাই থাকল না।
নুরুল হাসান সোহান অবশ্য সিঙ্গাপুরে গিয়েছিলেন যাত অস্ত্রোপচার না লাগে। ঢাকা থেকে আগেই তার রিপোর্ট স্ক্যান করে পাঠানো হয়েছিল।সেই রিপোর্ট দেখে ডাক্তাররা আগেই অস্ত্রোপচার করার সিন্ধান্ত নিয়ে রেখেছিলেন। সিঙ্গাপুর যাওয়ার পর সোহানকে সরাসরি দেখার পর ডাক্তাররা তাদের আগের সিন্ধান্তেই অটল থাকেন।
এমপি/এমএমএ/