শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সাফ ফুটবলে যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াই আজ

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের যেমন বাজে অবস্থা, ওয়ানডেতে সেখানে বেশ ভালো। একই অবস্থা বাংলাদেশের সাফ ফুটবলেও। জাতীয় দল গত ১৭ বছর যাবৎ ফাইনাল খেলতে পারছে না উপমহাদেশের বিশ্বকাপ বলে খ্যাত সাফ আসরে। সেখানে বয়সভিত্তিক দলে বাংলাদেশের আছে একাধিক সাফল্য। অনূর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৬ আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৯ আসরে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েছে। এবার প্রথমবারের মতো আয়োজিত সাফ অনুর্ধ্ব-২০ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পালা। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

পাঁচ দলের আসরে শীর্ষ দুই দল খেলছে ফাইনালে। যেখানে পয়েন্ট টেবিলে একমাত্র অপরাজিত দল হিসেবে সবার উপরে থেকে মাঠে নামবে বাংলাদেশ। চার ম্যাচ খেলে তাদের জয় ছিল তিনটিতে। একমাত্র নেপালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তারা ড্র করেছিল। ভারত ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে উঠে এসেছে ফাইনালে। লিগ পর্বে তারা একমাত্র বাংলাদেশের কাছেই হার মেনেছিল ২-১ গোলে।

লিগ পর্বে বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করেছিল। পরের ম্যাচে ধরাশায়ী করেছিল ভারতকে ২-১ গোলে। তাদের পরের শিকার ছিল মালদ্বীপ ৪-০ গোলে। নেপালের বিপক্ষে চতুর্থ ম্যাচে ১-১ গোলে ড্র হয়। ভারত বাংলাদেশের কাছে ১-২ গোলে হেরে আসর শুরু করলেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশের কাছ এই হার তাদের ভালো করার ক্ষুধা বাড়িয়ে দেয়। এরপর শ্রীলঙ্কাকে ৪-০, নেপালকে ৮-০ ও মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে আবার বাংলাদেশের সামনে। সুযোগ প্রতিশোধ নেয়ার। কাজেই লিগ পর্বের সেই ভারতকে বাংলাদেশ আজ আর পাবে না। আজকের ভারত অনেক গোছাল ও শক্তিশালী। তারপরও বাংলাদেশের চাওয়া লিগ পর্বের ফলাফলের পুনরাবৃত্তি করে শিরোপা উঁচিয়ে ধরা।

বাংলাদেশ এই আসরে এসেছিল ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণ হওয়ার পর এবার শিরোপায় চোখ। অধিনায়ক তানভীর বলেন, সবার দোয়া থাকায় আমরা ফাইনালে আসতে পেরেছি। এবার সবার দোয়া নিয়ে চ্যাম্পিয়ন হয়ে আমরা দেশে ফিরতে চাই।

কোচ পল স্মলিও’র চাওয়া একই। বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে খেলা। আমরা তা পেরেছি। এ জন্য ছেলেদের ধন্যবাদ।’

তিনি বলেন, ফাইনালে উঠতে পেরে সবাই রোমাঞ্চিত। লিগ পর্বে আমরা প্রতিটি খেলায় প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে খেলেছি। ছেলেদের খেলায় আমি খুবই খুশি। আশা করি ফাইনালে তারা ভালো খেলে চ্যাম্পিয়ন হবে।’

আজকের ম্যাচের সেরা একাদশে বাংলাদেশের শক্তি কিছুটা খর্ব হবে। কারণ নেপালের বিপক্ষে আগের ম্যাচে শহীদুল ইসলাম দ্বিতীয়বার লালকার্ড পেয়েছিলেন। আজকের ম্যাচে তার খেলা হবে না। বাংলাদেশ আজ তাকিয়ে থাকবে আসরের একমাত্র হ্যাটট্রিক ম্যাচে গোল করা মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভার দিকে। দলের আট গোলের সাতটিই এসেছে তাদের কাছ থেকে। মিরাজুল চারটি ও নোভা তিনটি গোল করেছেন। অপর গোলটি করেন রফিকুল।

এমপি/এসআইএইচ

Header Ad
Header Ad

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এবং ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, সৌদি আরবের সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।

এদিকে, বিশ্বে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে, তাদের দেশে আজ চাঁদ দেখা যায়নি।

অন্যদিকে, আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Header Ad
Header Ad

রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা ও সব ধরনের "অশ্লীলতা" বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাস। এই মাসে সমাজকে কোরআনের শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে।

জামায়াত আমির আরও বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া, সহনশীলতা ও পারস্পরিক সহানুভূতির মাস। তাই এ মাসে সব ধরনের অন্যায় ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

জস বাটলার। ছবি: সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জস বাটলার। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

বাটলার বলেন, "ইংল্যান্ড অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছি। আমার মতে, এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও ভালো সিদ্ধান্ত। আশা করি, ব্রেন্ডন ম্যাককালামের অধীনে নতুন নেতৃত্ব দলকে সামনে এগিয়ে নেবে।"

টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়। বিশেষ করে, আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের পরাজয়ের পর বাটলারের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড, যা তার অধিনায়কত্বে দলের দ্বিতীয় বড় ব্যর্থতা।

 

জস বাটলার। ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান বাটলার ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন অধিনায়ক খুঁজতে কাজ শুরু করবে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক, যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাটলারের ডেপুটি ছিলেন। তবে ইসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা