কমনওয়েলথ গেমসে হাই জাম্পে মৌসুম সেরা পারফরম্যান্স মাহফুজুরের
বার্মিহামে ২২তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সন্তুষ্টি যেন নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারা। কেউ পারেন, কেউ বা পারেন না। এবার যেমন হাই জ্যাম্পে পেরেছেন মাহফুজুর রহমান। তিনি মৌসুমের সেরা ২ দশমিক ১০ মিটার উচ্চতা অতিক্রম করেছেন। মৌসুম সেরা পারফরম্যান্স করেও অবশ্য পদকের কাছাকাছি যেতে পারেননি। ১৩ জনের মধ্যে তার অবস্থান একাদশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) কমনওয়েলথ গেমসে মেয়েদের হাই জাম্পের বাছাই পর্বে অংশ নেবেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি। ২০০ মিটার স্প্রিন্টের হিটে দৌড়াবেন রাকিবুল হাসান।
টেবিল টেনিসে শুরুর সাফল্যের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেছেন ঘানার ডেরেক আব্রেফার কাছে, মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে। একই ব্যবধানে তিনি হেরেছেন গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও।
টেবিল টেনিসে মিক্সড ডাবলসে মুহতাসিন হৃদয়-সাদিয়া রহমান মৌ জুটি খেলবেন মরিশাসের যোগরাজা অখিলেন-জালিম নন্দশ্রী জুটির বিপক্ষে। মুফরাদুল হামজা ও সোনম সুলতানা খেলবেন দক্ষিণ আফ্রিকার কোগিল থিও-এমফাঙ্গা জোডোয়ার বিপক্ষে। পুরুষ ডাবলসে হামজা-সাব্বির জুটির প্রতিপক্ষ নাইজেরিয়ার আমাদি-ওলাজিলদে। রামহিম্লিয়ান বম ও হৃদয় খেলবেন ফিজির ভিকি-চৌহান জুটির বিপক্ষে।
এমপি/এসজি/