হিটেই বাদ ইমরানুর
যে কোনো গেমসের সেরা ইভেন্ট হলো নারী-পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট। প্রথম হওয়া প্রতিযোগিতার খেতাব পান গেমসের দ্রুততম মানব-মানবীরা। এই ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন যুক্তারাজ্য প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানুর রহমান। তাকে নিয়ে পদক জয়ের ক্ষীণ আশা থাকলেও বড় আশা ছিল সেমিফাইনালে যাওয়া নিয়ে। কিন্তু সে আশা তিনি পূরণ করতে পারেননি। হিটেই বাদ পড়ে সেমিফাইনালেই যেতে পারেননি। এমন কি করতে পারেননি নিজের সেরা টাইমিংও। তার স্থান হয়েছে ৩৩তম।
আজ বার্মিহামের আলেকজান্ডার স্টেডিয়ামে ইমরানুর রহমান সাত নম্বর হিটে অংশ নিয়ে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ১০.২২ সেকেন্ড। যা তিনি গত বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতির সময় লন্ডনে এই টাইমিং করেছিলেন। কমনওয়েলথ গেমসে নিজের সেরা টাইমিং করতে পারলেই তার জায়গা হয়ে যেত সেমিফাইনালে। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। তার প্রাপ্তি নিজের সেরা টাইমিং। সুমাইয়া সময় নেন ১২.৪২ সেকেন্ড। ২১ জন প্রতিযোগীদের মধ্যে তিনি হন ১৯তম।
এদিকে সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা ৭১ জন প্রতিযোগিতার মাঝে ৪৪তম হয়েছেন। স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন আসিফ রেজা। তিনি সময় নেন ২৪.৬৭ সেকেন্ড।
ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচে মনিরা প্রথম প্রচেষ্টায় তুলেন ৭৫ কেজি, এরপর দুইবার ৭৮ কেজি তুলতে গিয়ে তিনি ব্যর্থ হন। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তুলেন। এরপর ৯৮ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হন মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ জনের ভেতর নবম হন তিনি। বাকি দুই প্রতিযোগী স্ন্যাচে ওজন তুলতে পারলেও ক্লিন অ্যান্ড জার্কে কোনো প্রচেষ্টাতেই সফল হতে পারেননি।
এমপি/আরএ/