কমনওয়েলথ গেমস
আজ ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
বিশ্ব ক্রীড়ায় কমনওয়েলথ গেমস বাংলাদেশের জন্য সাফল্যের এক মঞ্চ। স্বর্ণ পদক জয় কাকে বলে বাংলাদেশ এই গেমসের শ্যুটিং থেকে পেয়েছিল আতিক-নিনির হাত ধরে। এরপর এই গেমসে এবারের আগ পর্যন্ত বাংলাদেশ যতো পদক জিতেছে এই শ্যুটিং থেকেই। কিন্তু এবার সেই শ্যুটিংই নেই। তাই বাংলাদেশের পদক জয়ের কোনো সম্ভাবনাও নেই। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা সরাসরি সেই কথা বলেছিলেন। তারপরও সেই আশার বেলুন ফুলছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানুর রহমানকে দিয়ে। গেমসের ষষ্ট দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে ট্র্যাকে নামবেন তিনি। দৌঁড়াবেন গেমসের সেরা ১০০ মিটার স্প্রিন্টে।
জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ওরিগনে ইমরানুর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে প্রিলিমিনারি রাউন্ড পার হয়ে পৌঁছে গিয়েছিলেন চুড়ান্ত পর্বের হিটে। যা ছিল প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সেরা অর্জন। সময় নিয়েছিলেন ১০.৪৭ সেকেন্ড। এটিই তার সেরা টাইমিং। কিন্তু হিটে তিনি দৌঁড়াতেই পারেননি কুচকিতে টান পড়ার কারণে। শেষ হয়ে যায় তার সামনে আরো এগিয়ে যাওয়ার পথ। পরে সেখান থেকে সরাসরি বার্মিংহামে চলে আসেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই ইমরানুর। পদক জয়ের সম্ভাবনা ক্ষীন থাকলেও তিনি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন বলে সবাই আশা করছেন।
এমপি/এসআইএইচ