অষ্টমবার কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল
ফের শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। রবিবার (৩১ জুলাই) নারীদের কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। আর এ জয়ের মধ্যে দিয়ে রেকর্ড অষ্টম এবং টানা চতুর্থবারের মতো শিরোপা জিতল দেশটির নারী ফুটবল দল।
এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাক ব্রাজিল। তবে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নেয় কলম্বিয়া। কিন্তু জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা। বিপরীতে প্রথমার্ধের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলের ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।
ম্যাচের বাকী সময়ে গোল করতে না পারলেও দলকে ১-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিলের মেয়েরা। যদিও স্বাগতিকদের চেষ্টার কমতি ছিল না। তারপরও শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠতে ব্যর্থ হয় তারা।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে নারীদের কোপা আমেরিকা শুরু হয়। ২০০৬ সাল বাদে প্রতিবারই শিরোপা জিতে ব্রাজিল। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা।
এসআইএইচ