নারী সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
ভারতের ভুবনেশ্বরে চলছে যুবাদের সাফ অনূর্ধ্ব-২০ আসর। পাঁচ দলের আসরে প্রথম তিন ম্যাচ জিতেই বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ফাইনালে পথে দিয়ে রেখেছে এক পা। এরই মাঝে শনিবিার দুপুরে ঢাকার মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়ে গেল একসঙ্গে সাফের দুইটি আসরের ড্র। একটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ, অপরটি ছেলেদের অনূর্ধ্ব-১৭।
নারীদের আসর বসবে নেপালে, ছেলেদের আসরের ভেন্যু রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। দুইটি আসরই শুরু হবে প্রায় একই সময়ে অনূর্ধ্ব-১৭ আসর শুরু হবে ৫ সেপ্টেম্বর।
আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে নারীদের আসর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাফের সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়ালেও অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আসর আয়োজন করবে বলে জানিয়েছেন আনোয়াররুল হক হেলাল।
ফিফা নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে পাকিস্তান আবার ফিরছে সাফে। শুরুতে তারা নারী ফুটবল বেছে নিয়েছে। আর ফিরে এসেই পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের গ্রুপে। এই গ্রুপে আছে বাংলাদেশও। সাত দলের আসরে এই তিন দল খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে অপর দল হলো মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আছে তিনটি দল শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল।
সাফের এবারের আসর হবে ষষ্ঠ। আগের প্রতিটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চারবার রানার্সআপ হয়েছে নেপাল। বাংলাদেশ একবার রানার্সআপ হয়েছিল ২০১৬ সালে। তিনবার বিদায় নিয়েছে সেমি থেকে। একবার গ্রুপ পর্বই পার হতে পারেনি।
অনূর্ধ্ব-১৭ আসরে খেলবে ছয়টি দল। নেই শুধু পাকিস্তান। এই আসরেও বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। সঙ্গি হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ভুটান।
এমপি/এমএমএ/
ৃ