কমনওয়েলথ গেমসে
টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশের ইতিহাস
২২তম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (২৯ জুলাই) সকালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফিজিকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলে। এই খেলা মাঠে বসে দেখেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিতদ আহসান রাসেল। কোয়ার্টার ফাইনালে যেতে ওই বিকালেই গায়ানার বিপক্ষেও জয়ী হতে হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ লক্ষ্য পূরণ হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও ৩-২ সেটে জয়ী হয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। এই খেলা মাঠে বসে দেখেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি তাৎক্ষণিক দলের প্রত্যক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ সময় মাঠে উপস্থিত না থাকলেও একটি ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
সমান শক্তির দল হওয়াতে প্রতিটি ম্যাচই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমে ডাবলসে বাংলাদেশের হৃদয়-রামহিম ৩-২ সেটে জয়ী হন। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ সেটে হেরে যান। এতে করে সমতা আসে। আবার তৃতীয় ম্যাচে সিঙ্গেলসে হৃদয় ৩-১ সেটে জয়ী হয়ে আবার বাংলাদেশকে এগিয়ে নেন। কিন্তু পরের ম্যাচে রামহিম ৩-০ সেটে হেরে গেলে খেলায় তুমুল উত্তেজনা আসে। ম্যাচে আসে সমতা ২-২। শেষ ম্যাচ হয়ে উঠে ভাগ্য নির্ধারণী। অবশেষে সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে প্রথম সিঙ্গেলসে হেরে যাওয়া সাব্বিরই ৩-২ সেটে জিতে বাংলাদেশকে জয় এনে দেন। তার প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন।
এমপি/এসআইএইচ