‘এটা পাড়ার কোনো খেলা না যে আমি ওকে খেলিয়ে দিলাম’
বিশ্ব ক্রিকেটে এক সময় ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলোর লড়াই হতো জমজমাট। একইভাবে নিচের সারির বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াইও ছিল হাড্ডাহাড্ডি। এখন আর সেদিন নেই। জিম্বাবুয়ে ক্রমষ দুর্বল হয়ে পড়েছে। তাই ইদানিং বাংলাদেশের সাফল্য বেশি এই জিম্বাবুয়ের বিপক্ষেই। সময়ের পরিক্রমায় এই দুই দেশ আবার মুখোমুখি। এবার দেখা হবে জিম্বাবুয়েতে।
টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আজ। এরপর ওয়ানডে সিরিজ। এই সিরিজ খেলার উদ্দেশে শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে দলের চার সিনিয়র ক্রিকেটার গিয়েছেন জিম্বাবুয়ে। বাকিরা হলেন-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তাইজুল।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ আবার আইসিসির বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের অংশ নয়। তাই এখানে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকছে। যেমনটি তামিম ইকবাল চেয়েছিলেন উইন্ডিজ সফরে প্রথম দুই ম্যাচ জেতার পর শেষ ম্যাচে। কিন্তু উপর মহলের নির্দেশে শেষ পর্যন্ত তিনি তার ইচ্ছা পূরণ করতে পারেননি। এবার তার সামনে আছে সেই সুযোগ। কিন্তু আপাতত সেই পথে হাঁটবেন না তামিম।
এ জন্য দেশ ত্যাগের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তামিম ইকবাল বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট। পাড়ার কোনো খেলা না যে আমি ওকে খেলিয়ে দিলাম, একে খেলিয়ে দিলাম। যে ডিজার্ভ করে সেই খেলবে।’
এমপি/এসআইএইচ