রাতে উদ্বোধন হচ্ছে কমনওয়েলথ গেমসের
ইংল্যান্ডের বার্মিংহাম এখন ক্রীড়াবিদদের মিলনমেলা। উপলক্ষ বাইশতম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ। মোট ৭২টি দেশের প্রায় ১৬০০ ক্রীড়াবিদ-কর্মকর্তারা উপস্থিত হয়েছেন রাণীর দেশে। ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসের এটি তৃতীয় আয়োজন।
এর আগে ১৯৩৪ সালে লন্ডনে এবং ২০০২ সালে ম্যানেচেষ্টারে অনুষ্ঠিত হয়েছিল এই গেমস। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে ১২ দিন ব্যাপি এই আসরের উদ্বোধন হবে বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় একটায়। শেষ হবে ৮ আগস্ট।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি আড়াই ঘন্টা। এবারের গেমসে ৫০ সদস্যের বাংলাদেশ দল অংশ নিচ্ছে । দলে আছেন ক্রীড়াবিদ ৩১ জন ক্রীড়াবিদ এবং কর্মকর্তা ও কোচ ১৯ জন। দলকে নেতৃত্ব দেবেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সিমান্ত।
এবারের গেমসে ইভেন্ট ২০টি। এরমাঝে পাঁচটি নতুন এই পাঁচটি হলো কুস্তি, জুডো, টেবিলটেনিস, ট্রাইথেলন ও রোড সাইক্লিং। বাংলাদেশ অংশ নেবে সাতটি ইভেন্টে। ইভেন্টগুলো হলো অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তোলন ও কুস্তি।
এবারের গেমসের জন্য বাজেট ধরা হয়েছে ৭৭৮ মিলিয়ন পাউন্ড। বাজেট ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গলকস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের বাজেটের চেয়ে কম। গরকস্টের বাজেট ছিল ৯৬৭ মিলিয়ন পাউন্ড। এবারের বাজেটের ৭৫ ভাগ ( ৫৯৪ মিলিয়ন পাউন্ড) বহন করবে ব্রিটিশ সরকার। বাকি ২৫ ভাগ ( ১৮৪ মিলিয়ান পাউন্ড) বহন করবে বার্মিংহাম সিটি কাউন্সিল।
এমপি/এমএমএ/