দুবাই থেকে দলে যোগ দেবেন লিটন-আফিফ
উইন্ডিজ থেকে ফিরে আসার পর এক সপ্তাহও বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটারারা। জিম্বাবুয়েতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়ের পথ আছেন দলের একটি অংশ।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে রওয়ানা হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ। এই দলে আছেন দলের আরও দুই স্টাাফ। মাহমুদউল্লাহর কাছ থেকে অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসানের নেতৃত্বে লিটন দাস ও আপিফ হোসেন ধ্রুব ছাড়া বাকিরা আজ রাত ১টা ৪০ মিনিটে যাবেন বাকি ক্রিকেটাররা।
লিটন ও আফ্রিফ উইন্ডিজ থেকে ফিরে আসার পরই ছুটি কাটাতে চলে যান দেশের বাইরে। বিসিবি সূত্রে জানা গেছে এই দুই ক্রিকেটার বর্তমানে দুবাই আছেন। সেখান থেকে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল উন্ডিজ থেকে দেশে ফিরে না এসে লন্ডন থেকে যান ছুটি কাটাতে। পরে তিনি ফিরেন দেশে। তামিম ইকবাল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়াতে তিনি যাবেন পরে। ওয়ানডে দলের সদস্যদের নিয়ে ৩০ জুলাই রাত ১টা ৪০ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হবেন।
এমপি/এমএমএ/