সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে জয়ে শুরু বাংলাদেশের যুবাদের
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল আসরে ফাইনালে যাওয়ার মিশনে বাংলাদেশের যুবারা বেশ ভালোভাবেই শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে তারা বদলি খেলোয়াড় মিরাজুল ইসলামর একমাত্র গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে।
পাঁচ দলের আসরে আজই পর্দা উঠেছে। দিনের প্রথম ম্যাচে নেপাল ৪-০ গোলে মালদ্বীপকে পরাজি করে।
সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ এক গোলে জয়ী হলেও আরও অধিক গোলে জয়ী হলেও অবাক হওয়ার কিছু ছিল না। চরম রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মাঝেও খেলতে আসা শ্রীলঙ্কা দল খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে গোলশূন্য ছিল। খেলার একমাত্র গোলটি হয় ৭১ মিনিটে। ডানপ্রান্তে বক্সের মাথা থেকে বদলি খেলোয়াড় মিরাজুল ইসলাম চমৎকার প্লেসিং শটে গোল করেন।
খেলার শেষের দিকে রফিকুল গোলরক্ষককে একা পেয়েও বারের অনেক উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ জুলাই স্বাগতিক ভারতের বিপক্ষে।
এমপি/এমএমএ/