পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত
সাধারণত সেমি ফাইনালে হেরে যাওয়া দুইটি দল যখন তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নামে, সেই ম্যাচ ম্যাড়ম্যাড়ে হয়ে থাকে। দুই দলই সেমিতে হারের কষ্টে ভুগে। তৃতীয় হওয়া নিয়ে থাকে না কোনো আকষর্ণ। কিন্তু আজ পাক-ভারত সেই লড়াই ছিল টানটান উত্তেজনায় ঠাসা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালের পরিবর্তে দুই দল মুখোমুখি হয়েছিল স্থান নির্ধারনি ম্যাচে। যেখানে ৪-৩ গোলে জয়ী হয়েছে ভারত।
প্রথম কোয়ার্টার (১-১)
ম্যাচে ভারত দুইবার ও পাকিস্তান একবার এগিয়ে গিয়েছিল। খেলা শুরু হতে না হতেই ভারত একে একে চারটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। চারটি পেনাল্টি কর্নার ছিল একই কম্বিনেশনে। হারদিক সিংয়ের পুশ, গুরিন্দর সিংয়ের স্টপ থেকে হারমানপ্রীতের হিট। তার সবশেষটি থেকে তারা গোল পায় (১-০)। ১০ মিনিটে পাকিস্তানের হয়ে দারুণ নৈপুন্যে গোল পরিশোধ করেন আফরাজ (১-১)।
দ্বিতীয় কোয়ার্টার (১-১)
দ্বিতীয় কোয়ার্টারে ভারত একে একে চার চারটি পেনাল্টি কর্নার পায়। কিন্তু তার একটিও কাজে লাগাতে পারেনি।
তৃতীয় কোয়ার্টার (২-২)
৩৩ মিনেটে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। মঈন শাকিলের পুশ থেকে নাদিম আহমেদের স্টপ। তা থেকে আবদুল রানার হিট গোলের ঠিকানা খোঁজে পায় ৪৫ মিনিটে খেলায় সমতা আনে ভারত। সুমিত ফিল্ড গোল করেন (২-২)
৪৫ মিনিটে গোল ভারতের। সুমিতের দারুণ ফিল্ড গোলে সমতায় ভারত (২-২)।
চতুর্থ ও শেষ কোয়ার্টার:
এই কোয়ার্টারে এসে ভারত ২ গোল করে অনেক এগিয়ে যায়। পরে পাকিস্তান একটি গোল পরিশোধ করে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বরুন কুমার গোল করেন (৩-২)। ৫৭ মিনিটে আকাশদ্বীপ সিংয়ের অসাধারণ ফিল্ড গোলে ভারত এগিয়ে যায় ৪-২ গোলে। ৫৭ মিনিটে পাকিস্তানের নাদিম আহমেদ গোল পরিশোধ করে ম্যাচের উত্তেজনা আবার বাড়িয়ে দেন। কিন্তু এরপর আর কোনো দল গোল করতে পারেনি। লিগ পর্বে ভারত জিতেছিল ৩-১ গোলে।
এমপি/এএস