ইংল্যান্ড দলে বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের অভিষেক
প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে টেষ্ট ম্যাচ খেললেন রবিন জেমস দাশ। বৃহস্পতিবার (২ জুন) লর্ডসে শুরু হওয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করেন তিনি।
জানা গেছে, ‘রবিন জেমস দাস’ লন্ডনের কমিউনিটির পরিচিত মুখ মৃদুল কান্তি দাশের ছেলে। মৃদুল কান্তি দাশের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায়।
বৃহস্পতিবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম দিনে রবিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন। রবিন যখন মাঠে নামেন তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন বদলি ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। মাঠের বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। পরবর্তীতে ম্যাথু পটস চোট পাওয়ায় তৃতীয় একজন ক্রিকেটার দরকার ছিল। তার জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হতেই ফের মাঠে ফেরেন মূল দলের ব্রড। আর রবিন উঠে যান।
রবিনের পারিবারিক সূত্রে জানা যায়, রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন সাসেক্সের হয়ে।
এদিকে বাংলাদেশি হিসেবে ইংল্যান্ড জাতীয় টেস্ট দলে স্বল্প সময়ের জন্য মাঠে নাসলেও প্রবাসীদের মধ্যে রবিনকে নিয়ে উচ্ছাসের শেষ ছিল না। তেমনি আনন্দে ভাসছেন বাংলাদেমের সুনামগঞ্জের মানুষজনও।
সুনামগঞ্জের বাসিন্ধা হাওর গবেষক সালেহীন চৌধুরী শুভ বলেন, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেষ্ট ম্যাচে ইংল্যান্ডের পক্ষে অতিরিক্ত খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছে সুনামগঞ্জের রবিন দাস। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আশা করি শীঘ্রই তাকে মুল একাদশে নিয়মিত খেলতে দেখতে পাব। তাঁর জন্য শুভ কামনা।
ছেলের এই অর্জনে বাবা মৃদুল কান্তি দাশ বলেন, অবশ্যই খুশি, তবে তার আরো অনেক দূর যাওয়ার সুযোগ আছে।
এসআইএইচ