সরকারবিরোধী আন্দোলনে বদলে গেল পাকিস্তান-উইন্ডিজ সিরিজের ভেন্যু
শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাকিস্তানে চলমান সরকারবিরোধী আন্দোলনে কারণে ভেন্যু বদলের সিদ্ধান্ত নেয় পিসিবি। তাই আসন্ন এই সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে মুলতানে স্থানান্তর করা হয়েছে। গত সোমবার (৩০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
গণমাধ্যমের খবরে জানা যায়, মুলতান ক্রিকেট স্টেডিয়ামকে সিরিজের ব্যাকআপ ভেন্যু হিসেবে ঠিক করে রেখেছিল পিসিবি। কারণ করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম চলছে। অন্যদিকে পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামেও চলছে মাঠ সংস্কার কাজ।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সরকারবিরোধী আন্দোলনে নামে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারের পদত্যাগের দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের দমাতে ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস ও রাবার বুলেটও। এমতাবস্থায় রাজধানী ইসলামাবাদসহ এর আশপাশের এলাকায় আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাই পিসিবির এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় বলে জানা গেছে। কারণ রাওয়ালপিন্ডি ইসলামাবাদের নিকটেই অবস্থিত।
আগামী ১-৪ জুন লাহোরে অনুশীলন করবে ক্যারিবীয় দল। এরপর ৬ জুন ইসলামাবাদে এসে চার্টার্ড বিমানে করে মুলতানে যাবে দলটি। সেখানে আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ৮, ১০ ও ১২ জুন দুই দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই গড়াবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
এসআইএইচ