নাজমুলের শরণাপন্ন মুমিনুল
নাজমুল আবেদীন ফাহিম জাতীয় দলের ক্রিকেটারদের কাছে যেন ‘বটগাছ’। যখনই কোনো ক্রিকেটারের বাজে সময় যায়, তখনেই তারা পরিত্রান পেতে ছুটে যান তার কাছে। সেই তালিকার নামগুলোও বেশ বড় বড় সাকিব, মুশফিক। এবার তার কাছে ছুটে গিয়েছেন চরম রান খরায় ভুগতে থাকা মুমিনুল হক। মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৮ রানের ইনিংস খেলার পর আর তার ব্যাটে রানই নেই। সেই টেস্ট অবশ্য বাংলাদেশ জিতেছিল। এরপর বাংলাদেশ আর মুমিনুলের ব্যর্থতা চলছে সমান তালে। কিন্তু মুমিুনলের ব্যর্থতা এমনই প্রকট আকাল ধারন করেছে যে, বাংলাদেশ দলের ব্যর্থতাও ছাপিয়ে গেছে। আলোচনা এমনই তুঙ্গে যে আসন্ন উইন্ডিজ সফরে তিনি নেতৃত্ব দেবেন, কি-না তা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি অধিনায়কত্ব থাকবেন, কি-না সে সিদ্ধান্ত বিসিবির। কিন্তু নিজেকে রানে ফেরাতে তাকেই চেষ্টা করতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই তিনিও আজ ছুটে গিয়েছিলেন নাজমুল আবেদীন ফাহিমের কাছে। মিরপুরে ইনডোরে মুমিনুলকে নিয়ে প্রায় দেড়ঘণ্টার মতো সময় কাটান তার।
উইন্ডিজ সফরে বাংলাদেশ পূর্নাঙ্গ সিরিজ খেলবে। দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দিয়ে শুরু হবে সফর। মুমিুনল এই দুই টেস্টে খেলেই ফিরে আসবেন। এই সফরেই তিনি ফিরতে চান রানে। তারই প্রচেষ্টা তিনি শুরু করেছেন। মুমিনুলকে নিয়ে কাজ করার পর নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মৌলিক বিষয় থেকেই সরে যায়। বেসিক নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। এটা নিয়ে কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরো ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে। বেসিক থেকে বাইরে চলে গেলে এই পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ।’
মুমিনুলের অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘ও রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কিছু বলতাম না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপে আছে, এমন কথা উঠবেই। সেটার প্রশ্নের উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।’
এমপি