নতুন প্রতিভার সন্ধানে হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার
বাংলাদেশকে স্পিনারের ‘খনি’ বলা যায়। তবে তা শুধু বাঁহাতি স্পিনারের ক্ষেত্রেই। টেস্ট ক্রিকেটে পথ চলার শুরু থেকেই ছিলেন দুই বাঁহাতি এনামুল হক মনি ও মোহম্মদ রফিক। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে একে একে আসেন এনামুল হক জুনিয়র, মাঞ্জারুল ইসলাম রানা, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি, ইলিয়াস সানি, সানজামুল ইসলাম, তাইজুল ইসলামরা। এই তালিকায় সেরা নাম বিশ্ব নন্দিত সাকিব আল হাসান। কিন্তু অফ স্পিনারের ঘাটতি থেকেই যায়।
টেস্টের যাত্রা লগ্নে এনামুল হকি মনি-মোহাম্মদ রফিকের সঙ্গে নাঈমুর রহমান দূর্জয়ও ছিলেন। অভিষেক টেস্ট বাংলাদেশ খেলতে নেমেছিল তার নেতৃত্বেই। সেই টেস্টে তিনি ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই জায়গায় বিরাট শূন্যতা দেখা যায়। মেহেদি হাসান মিরাজ আসার আগ পর্যন্ত আর তেমন কোনো মানসম্পন্ন অফ স্পিনারকে পাওয়া যায়নি। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ অভিষেকের পর থেকে টেস্ট দলে নিজের আসান এক প্রকার পাকাপোক্ত করে ফেলেছেন। আরেক জন নাঈম হাসান। তিনি আছেন আসা-যাওয়ার মাঝে। কিন্তু ইনজুরির কারণে প্রথমে মিরাজ, তার শূন্যস্থান পূরণ করতে পরে নাঈম হাসানকে খেলানো হয়েছিল চট্টগ্রাম টেস্টে। মিরাজের শূন্যতা বেশ ভালোভাবেই নাঈম পূরণ করেছিলেন ইনিংসে ছয় উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে। কিন্তু চট্টগ্রাম টেস্টেই নাঈমও ইনজুরিতে পড়ে ছিটকে পড়লে দেখা দেয় শূন্যতা। যে কারণে তাদের পরিবর্তে ঢাকা টেস্টে কোনো বিকল্প নেওয়া হয়নি।
শ্রীলঙ্কায় খাদ্য সমস্যার মতোই বাংলাদেশের পাইপ লাইনে স্পিনার সংকট ভয়াবহ। সেই সংকট, দূর করতে বিসিবি জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে দিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে। সেই ক্যাম্পে ডাকা হয়েছে ৩২ জনকে। এই ৩২ জনের মাঝে এমন অনেকেই আছেন যারা ঘরোয়া ক্রিকেটেও চেনামুখ নন। এই ক্যাম্প শুরু হবে ১ মে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, শাহাদাত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্ষির, আবু হাশিম, আরিফুল জনি, অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহম্মদ, এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।
এমপি/এসজি