বাটলারের সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান
ইংলিশ ব্যাটার জস বাটলার চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি ধারাবাহিক পারফর্ম করে রাজস্থান রয়্যালসকে নিয়ে গেছেন কোয়ালিফায়ার রাউন্ডে। আর সেই কোয়ালিফায়ারে তিনি অসাধারণ এক সেঞ্চুরি করে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে রাজস্থান রয়্যালসকে ফাইনালের টিকিট দিলেন।
শুক্রবার (২৮ মে) দিনগত রাতে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রজত পাতিদারের ৫৮ রানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জস বাটলার একাই করেন ১০৬ রান। তার এই অসাধারণ সেঞ্চুরির উপর ভর করে ১১ বল হাতে রেখে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে হারায় রাজস্থান রয়্যালস।
এবারের আইপিএলে একাই চারটি সেঞ্চুরি করেছেন বাটলার। ১৬ ম্যাচে ৫৮.৮৫ গড়ে রান করেছেন ৮২৪। স্ট্রাইক রেট ১৫১.৪৭। ৪টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৪টি হাফ সেঞ্চুরিও।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর জশস্বি জসওয়ালকে নিয়ে ৫.১ ওভারেই ৬১ রানের জুটি গড়েন বাটলার। ১৩ বলে ২১ রান করে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে জসওয়াল আউট হয়ে গেলে অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন বাটলার। ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন স্যামসনও। দেবদূত পাডিক্কাল ১২ বলে ৯ রান করে আউট হন। এরপর শিমরন হেটমায়ারকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাটলার। ১৯তম ওভারের প্রথম বলে বিশাল এক ছক্কা মেরে রাজস্থানকে জয় এনে দেন ইংলিশ এই ব্যাটার। ৬০ বলে খেলা তার এই ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি এবং ৬টি বিশাল ছক্কায়।
আরএ/