বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

দিনটি শ্রীলঙ্কারই হয়ে থাকলো

লোহাকে সামনে পেলে চুম্বক টেনে নিয়ে যায় কাছে। লেগে থাকে অঙ্গা অঙ্গিভাবে। বিচ্ছিন করা কঠিন হয়ে পড়ে। দিনের প্রথম শেসনেই লঙ্কানদের দুই উইকেট তুলে নেয়ার পর বাংলাদেশ যে চাপ সৃষ্টি করেছিল, তা বিলীন হতে চলেছিল ম্যাথিউস ও ধনাঞ্জায়ার প্রতিরোধে। পিচে দুই জনেই যেন লোহা আর চুম্বকের মতো জড়িয়ে গিয়েছিলেন।

বাংলাদেশের বোলারদের প্রাণান্তকর চেষ্টাও কোনো কাজে আসছিল না। এমনকি মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার ১৭৯ মিনিট পর খেলা শুরু হলেও দুই ব্যাটেনম্যানের মনযোগে কোনো চিড় ধরেনি। কন্ডিশন পরিবর্তনের কারণে বোলাররা যে ফায়দা পাবেন, সে সুযোগও তারা দিচ্ছিলেন না। রান সংগ্রহেও হয়ে উঠেন সাবধানী। শেষ পর্যন্ত তাদের জুটি ভাঙ্গা সম্ভব হয় সাকিবের কল্যানে রিভিউ নিয়ে ধনাঞ্জায়াকে আউট করে। ততোক্ষনে দুই জনে কাটিয়ে দিয়েছেন ৩১.৫ ওভার।

জুটিতে সংগ্রহ ১০২। এই আউট বাংলাদেশের শিবিরে স্বস্তি এনে দিলেও লঙ্কানরা কিন্তু বিপর্যয় কাটিয়ে উঠে অবস্থান পোক্ত করে ফেলে। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৮২। চট্টগ্রাম টেস্ট ১৯৯ রান করা ম্যাথিউস ৫৮ও সঙ্গি দিনেশ চান্দিমাল ১০ রানে অপরাজিত। শেষ শেসনে ১২১ মিনিট খেলা হয়। লঙ্কানরা ২৬.৫ ওভারে এক উইকেটে যোগ করে করে ৭২ রান। এ দিন তারা যোগ করে তিন উইকেটে ১৪১ রান। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষন আগে দিনের খেলা শেষ হয়ে যায়। চতুর্থ ও পঞ্চম দিনের খেলা শুরু হবে আধ ঘন্টা আগে সকাল সাড়ে নয়টায়।

লাঞ্চের পাঁচ বল আগে যেভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল তাতে করে দিনের খেলা আবার শুরু হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল। বৃষ্টি থামার পর তিনবারের পর্যবেক্ষনে আম্পায়ারা দিনের খেলা ছয়টা পর্যন্ত বাড়িয়ে ফ্লাড লাইট জ্বালিয়ে বিকেল চারটায় খেলা শুরু করেন। প্রচন্ড রোদে তপ্ত গরমে বৃষ্টির পর কন্ডিশনে অনেক পরিবর্তন আসে। এ রকম কন্ডিশনে বোলারদের ফায়দা তুলার সুযোগ থাকে বেশি। কিন্তু শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ম্যাথিউস ও ধনাঞ্জায়ার সাবধানী পথচলার কারণে বাংলাদেশের বোলারদের চেষ্টা ক্রমেই ব্যর্থতায় পর্যবেসিত হতে থাকে। দুই জনে জুটি বাঁধার পর থেকেই ছিলেন সাবধানী। যে কারণে লাঞ্চের আগে তারা যে ১৪.১ ওভার খেলেন সেখানে রান যোগ করেন মাত্র ৪৬। বৃষ্টির পর খেলা শুরু হলে সেই রান সংগ্রহে আরো ভাটা পড়ে। এই জুটি ভাঙ্গে নতুন বল নেয়ার ৭.৩ ওভারে।

এ সময় আউট হওয়ার আগে তারা ১৭.৪ ওভার খেলে যোগ করেন ৫৬ রান। সাকিবের বল টার্ন করে বেরিয়ে যাওয়ার মুহুর্তে ধনাঞ্জায়ার ব্যাট র্স্পশ করে উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমা পড়লে বাংলাদেশের ফিল্ডাররা আউটের জন্য সমস্বরে আবেদন করেন। কিন্তু আম্পায়ারের নিরুত্তাপে রিভিউ নিতে দিধায় ভুগতে থাকা বাংলাদেশ দল নিজেদের মাঝে আলোচনা করে রিভিউ নেন। এর ফলও পান। রিপ্লেতে দেখা যায় ব্যাটরে কানা র্স্পশ করেছে। ৫৮ রানে আউট হওয়া ধনাঞ্জায়া নিজের দশম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৯০ বলে খালেদের বলে চার মেরে। ধনাঞ্জায়ার হাফ সেঞ্চুরির করার পরের ওভারেই ম্যাথিউস তার আটত্রিমতম হাফ সেঞ্চুরি পূর্ণ করে সাকিবকে ছক্কা মেরে ১২৫ বলে। ধনাঞ্জায় আউট হওয়ার পর দিনেশ চান্দিমালকে নিয়ে ৯.১ ওভার খেলে দিনের বাকি সময় পার কনে ম্যাথিউস।

বাংলাদেশ পাঁচজন বোলার নিয়ে খেললেও আসলে খেলছে চারজন নিয়ে। কারণ নাঈম হাসানের ইনজুরিতে সেরা একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত মাত্র দুই ওভার বোলিং করেছেন। আজ তিনি কোনো বোলিংই করেননি। বাকি চার বোলার এবাদত-খালেদ এবং সাকিব-তাইজুল মিলে করেছেন ৯৫ ওভার। আজ তারা করেছেন ৫১ ওভার। সাকিব ২৬ ওভারে ৯ মেডেন নিয়ে ৫৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এবাদত ২ উইকেট নিতে ২৬ ওভারে ৩ মেডেন নিয়ে ৭৮ রান খরচ করেন।

চতুর্থ দিন শ্রীলঙ্কানদের লক্ষ্য নির্বিঘ্নে প্রথম ঘন্টা পার করে দেওয়া। বাংলাদেশের চাওয়া আজকের মতো প্রথম ঘন্টাই আঘাত হানা। মূলত আজকের প্রথম সেশনের পরই বোঝা যাবে ম্যাচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে? কারণ টেস্টের তৃতীয় দিন চলে গেলেও এখনো পিচ ব্যাটসম্যানদের হয়েই কথা বলছে। অথচ টেস্ট শুরুর আগে দুই দলের অধিনায়ক এবং পিচ বিশেষজ্ঞও বলেছিলেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ থেকে বোলাররা সুবিধা পেতে সুযোগ পাবে। বিশেষ করে স্পিনাররা। আর ব্যাটসম্যানদের জন্য খেলা ক্রমেই কঠিন হয়ে উঠবে! কিন্তু বাস্তবতা ভিন্ন।
এমপি/এএজেড

Header Ad
Header Ad

মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

 

এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নতুন ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ায় তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ন্যায়বিচারের দাবি জানান তারা।

এর আগে, বিকেলে মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিশু আলি ও আকিব আল হাসানসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Header Ad
Header Ad

হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে হাঁসের মাংস ও রুটি খেয়ে এক পরিবারের ১২ জন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কেউ নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মৃধার বাড়িতে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে রয়েছেন মো. শাহজাহান মৃধা (৭০), নুর ভানু (৬৫), পান্না আক্তার (২৭), আকলিমা বেগম (২০), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪), মরিয়ম (৪), পলি আক্তার (১৬), পিংকি বেগম (২৫) ও মো. নিশান (২৮)।

হাসপাতালে চিকিৎসাধীন পলি আক্তার জানান, সন্ধ্যায় পরিবারের সবাই বিয়ের অনুষ্ঠানে যান। ফিরে এসে রান্না করা হাঁসের মাংস ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়েন। খাওয়ার পরপরই দুই শিশু বমি করলেও তখন বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি। পরে জ্ঞান ফিরে দেখেন, তারা হাসপাতালে। পরিবারের সদস্যদের ধারণা, তাদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা রান্না করা খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে পরিবারের তিনটি পরিবারের ১২ জন সদস্য অচেতন হয়ে পড়েন। রাতে অন্য সদস্যরা বাড়ি ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ঘরে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে কিনা, তা তারা নিশ্চিত করতে পারেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, শিশুসহ ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী ভারত ম্যাচের জন্য ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে ৮ জন ফুটবলার ক্যাম্প শুরুর আগেই বাদ পড়েছেন।

৩৮ জনের তালিকায় পাঁচজন গোলরক্ষক ছিলেন। নতুন তালিকায় দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান বাদ পড়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় আলোচনায় আসা মোহামেডানের দ্বিতীয় গোলরক্ষক সাকিবও জায়গা পাননি।

এবারই প্রথম ব্যতিক্রমভাবে ক্যাম্প শুরুর দুই সপ্তাহ আগে বড় প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। নতুন ফুটবলাররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখলেও ক্যাম্পে সুযোগ না পাওয়ায় তারা হতাশ। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, "কোচ বিচার-বিবেচনা করে এই তালিকা তৈরি করেছেন। বাদ পড়া ৮ জন বিকল্প হিসেবে থাকবেন। ইনজুরির কারণে প্রয়োজন হলে তাদের ডাকা হবে।"

আগামী শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২৮ জন ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। পরদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু হবে।

৫ মার্চ সৌদি সফরে যাবে বাংলাদেশ দল। সৌদি আরবে প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবে দল এবং অন্তত একটি বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

গত বছরও সৌদি ক্যাম্প করেছিল বাংলাদেশ। তখন সুদান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। এবারও স্থানীয় ক্লাব বা অন্য কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরি ও ইতালিয়ান লিগের ফাহমিদুল।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানান, হামজা ১৮ মার্চ বাংলাদেশে আসতে পারেন। সৌদি ক্যাম্প শেষে দলের সঙ্গে অনুশীলন করে ভারত ম্যাচ খেলবেন তিনি।

অন্যদিকে, ফাহমিদুল ইতালি থেকে সরাসরি সৌদি আরবে ক্যাম্পে যোগ দেবেন।

প্রাথমিক স্কোয়াডে থাকা শেখ মোরসালিনের বিরুদ্ধে আজ যৌতুকের মামলা হয়েছে। তবে জাতীয় দলে তার অংশগ্রহণ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন আমের খান।

তিনি বলেন, "এটি তার ব্যক্তিগত বিষয়। বাফুফের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এলে তখন ব্যবস্থা নেওয়া হবে।"

৩০ জনের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, হামজা চৌধুরি।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন