দিনের শুরুতেই এবাদত-সাকিবের আঘাত, বিপর্যয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। তবে দিনের শুরুটা ভালো হয়নি লঙ্কানদের জন্য। কারণ প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যে দুই উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন ও সাকিব আল হাসান।
এবাদত-সাকিবের পেস-স্পিনের ভেলকিতে সাজঘরে ফেরেন দলপতি দিমুথ করুণারত্ন। তাকে বোল্ড করেন সাকিব। আউট হওয়ার আগে ১৫৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আর রানের খাতা খুলতেই পারেননি কাসুন রাজিথা। তাকে বোল্ড আউট করেন এবাদত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে আছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ ও ধনাঞ্জয়া। এখন দেখার বিষয় তারা এবাদত-সাকিবদের মোকাবেলা করে সেশনটি পার করতে পারবেন নাকি দলের জন্য দুশ্চিন্তা বয়ে নিয়ে আসবেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নামেন দুই লঙ্কান টপঅর্ডার ওশাত ফার্নান্ডো ও অধিনায়ক দিমুথ করোণারত্নে। উইকেট পতন হতে না দিয়ে ২২ ওভার খেলেন তারা । তবে চা বিরতির পর এবাদত-সাকিবের কাছেই হার মানতে হয় তাদের। অশানা ফার্নান্দোকে ৫৭ রানে সাজঘরে ফেরান এবাদত। আর কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন সাকিব। বাকী সময়ে আর কোনও উইকেটের পতন না ঘটলে ২ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে লঙ্কানরা।
এসআইএইচ