সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের টুকিটাকি

মোসাদ্দেকের দূর্বিসহ ফেরা

প্রায় ৩২ মাস পরে টেস্ট ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতেরে ফেরাটা ছিল দূর্বিষহ। মাত্র দুই বল খেলে তিনি আউট হয়ে যান কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে ডিকাভেলার হাতে ক্যাচ দিয়ে। সাদা পোষাকের ক্রিকেট ফিরতে মোসাদ্দেককে যেমন দীর্ঘ ৩২ মাস অপেক্ষা করতে হয়েছে, তেমনি ব্যাট হাতে ক্রিজে নামতেও।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম দিনের প্রথম শেসনের আগেই লিটন দাস নামার সময় থেকেই মোসাদ্দেক প্যাড পরে নামার জন্য প্রস্তুত হয়ে ছিলেন। কারণ তখন বাংলাদেশের ড্রেসিং রুমে চলছে আসা-যাওয়ার খেলা। পাঁচ ব্যাটসম্যানের তিনজনই আউট হয়েছেন কোন রান না করেই। বাকি দুই জন যেতে পারেননি দুই অংকের ঘরে।

এ অবস্থায় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস কতক্ষণ টিকবেন তা ছিল বিরাট এক প্রশ্ন। কিন্তু এই দুই ব্যাটসম্যান এমনই প্রতিরোধের দেয়াল গড়ে তুলেন যে সেদিন আর নামতেই হয়নি। মোসাদ্দকের সেই নামা হয় আজ দিনের খেলা শুরু হওয়ার প্রথম ঘণ্টার মাঝেই। কিন্তু ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নেমেই তিনি গোল্লা মারেন। অবশ্য সাদা পোষাকের ক্রিকেটে বাদ পড়ার পর ঘরোয়া প্রথম প্রথম শেণির ম্যাচেও মোসাদ্দেক খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে আবার চলতি মৌসুমে বেশ ভালো করেছিলেন ব্যাটে-বলে। তাকে সাদা পোষাকের দলে নেওয়া হয়েছিলও দল ঘোষণার পর ব্যাকআপ হিসেবে। চট্টগ্রাম টেস্টে সেরা একাদশে সুযোগ না পেলেও ঢাকা টেস্টে পেয়ে কাজে লাগাতে পারেননি। তবে তার কপাল ভালো। ঢাকা টেস্টের আগেই উইন্ডিজ সফরে দল ঘোষণা করায় তাকে টেস্ট দলে রেখে দেওয়া হয়েছে। সঙ্গে আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও।

লাঞ্চ বিরতি নাটক

টেস্ট ক্রিকেটে প্রতি শেসন দুই ঘণ্টা করে হয়ে থাকে। সেই হিসেবে বাঙলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের ম্যাচ শুরুহয় ১০টা। প্রথম সেশন শেষ হয় ১২টায়। এ সময়ের মাঝে সর্বোচ্চ ৩০ ওভার হওয়ার কথা। কিন্তু প্রথম সেশনে খুব কমই ৩০ ওভার খেলা হয়ে থাকে। এই সময় পেস বোলাররা বোরিং করার কারণে সময় একটু বেশি লেগে থাকে। আজ ঢাকা টেস্টের দ্বিতীয় সেই লাঞ্চ বিরতি নিয়ে দুই দফা নাটক হয়েছে। প্রথমে ১২টায় লাঞ্চ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ লাঞ্চের এক মিনিট আগে বাংলাদেশের নয় উইকটে পড়ে যাওয়া আইসিসিরি নিয়ম অনুযায়ী আম্পায়াররা আধঘণ্টা সময় বাড়িয়ে দেন। কিন্তু এ সময় লাঞ্চের আগে শেষ ওভার মনে করে অনেকেই আসন ছেড়ে উঠে পড়েছিলেন। পরে দেখেন যে তারা খেলা চলছে। লাঞ্চ বিরতি হয়নি। আবার আধঘণ্টা পর ঠিকই লাঞ্চ বিরতি দেওয়া হয়। আম্পায়াররা বল ফেলে দেন। বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও এবাদত হোসেনসহ লঙ্কান ফিল্ডাররা যারযার ড্রেসিং রুমের দিকে রওয়ান হন। এ সময় আম্পায়াররা আবার সবাইকে যেকে আনেন খেলার জন্য। এ সময় অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। পরে দেখা যায় ধনাঞ্জায়ার করা বলটি নো বল ছিল। যে কারণে সেই বলটি করতে আবার সবার ফেরা।

এক ইনিংসে ছয় শূন্যের পরও বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

যে দলের ইনিংসে ছয় ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হতে পারেন, তাদের ইনিংস আর কতই লম্বা হতে পেরে। চুইংগামের মতো টেনে ১০০, ১৫০ কিংবা ২০০। অতীতে এমন ঘটনা বেশ কয়েকটি থাকলেও মিরপুর টেস্টে বাংলাদেশের ইনিংসে ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পরও দলের সংগ্রহ ছিল ৩৬৫। এটি এই হিসেবে নতুন রেকর্ডও। আগের সর্বোচ্চ রান ছিল ভারতের। তাদের ছয় ব্যাটসম্যান কোনো রান না করে আউট হওয়ার পর ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে করেছিল ১৫২ রান। এ ছাড়া ছয় ব্যাটসম্যানের এমন পরিণতির পাকিস্তান ১২৮, দক্ষিণ আফ্রিকা ১০৫ ও নিউ জিল্যান্ড ৯০ রানে অলআউট হয়েছিল। এখানে বাংলাদেশ নতুন রানের রেকর্ড গড়লেও আবার সর্বনিম্ন রানের লজ্জ্বাও আছে তাদের। ২০০২ সালে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েচিল ৮৭ রানে। শূন্য রানে আউট হয়েছিলেন মোাহম্মদ আশরাফল, অলোক কাপালি, খালেদ মাসুদ পাইলঠ, এনামুল হক ও তাপস বৈশ্য।

রাজিথার প্রথম পাঁচ

লঙ্কান পেসার কাসুম রাজিথা ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। এর আগে তিনি ১০ টেস্টের ক্যারিয়ারে সেরা বোলিং করেছিলেন ৬০ রানে চার উইকেট নিয়ে। সেটি ছিল বাংলাদেশের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে। এই রাজিথা চলতি সিরিজে প্রথম নজরে এই চট্টগ্রাম টেস্টেই। প্রথমে তিনি সেরা একাদশে ছিলেন না। ইনজুরিতে পড়া বিশ্ব ফার্নান্ডোর কনকাশন সাব হিসেবে খেলতে নামেন। নেমেই পরিবর্তীতে বোলার হিসেব বোলিং করতে এসেই তিনি বাংলাদেশের ইনিংসের চার উইকেট তুলে নিয়েছিলেন। এবার সেটিকে নিয়ে গেছেন পাঁচে। টের্স্টে প্রথম দিন তিনি ২৪ রানে বাংলাদেশের পতন হওয়া পাঁচ উইকেটের তিনটি নিয়েছিলেন। এর মাঝে নাজমুল ও সাকিবকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। এর আগে আউট করেছিলেন মাহমুদুল হাসান জয়কে। পাঁচ উইকেটের বাকি দুইাট নেন আজ প্রথম শেসনে। এই দুইটি ছিল আবার এক ওভারেই সেঞ্চুরিয়ান লিটন দাস ও মোসাদ্দেকের। তার পাঁচ উইকেটের তিনটিতেই ব্যাটসম্যানরা কোনো রান করতে পারেননি।

রিভিউতে রক্ষা আশিতা ফার্নান্ডোর

অনেক ঘাম ঝরিয়ে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত বাংলাদেশকে অলআউট করতে পেরেছিল ৩৬৫ রানে। ওভার খেলেছিল ১১৬.২। এরপর লঙ্কানরা ব্যাট করতে নামার পর খালেদের করা প্রথম ওভারের শেষ বলে উইকেটের পেচনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন ওপেনার আশিতা ফার্নান্ডো। তখন দলের ও আশিতা ফার্নান্ডোর রান চিল চার। কিন্তু ব্যাটে বল লাগেনি নিশ্চিত থাকাতে তিনি রিভিউ নেন। সেখানে দেখা যায় তার ধারনাই সত্য। ফলে বেঁচে যান আউট হওয়ার হাত থেকে। পরে তিনি আউট হন ৫৭ রানে।

এমপি/এমএমএ/

Header Ad

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২

ঘাতক বাসটিকে আটকে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী- মাতাজিহাট সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই নারী সদর ইউনিয়নের ভাতসাইল গ্রামের যতিনের (হিটলার) স্ত্রী সন্জিতা রানী (১৮)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের আলতাব হোসেন (৬৫) এবং ভাতসাইল গ্রামের চরমন বালা (৫০) আহত এবং নিহত সবাই ভ্যানের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা যায়, নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল (চট্টমেট্টো ব ৫৭৩৪) বাসটি। অন্যদিকে ভ্যানটি বদলগাছী থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামে যাচ্ছিল। আপেল শো-রুমের সামনে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

উদ্ধারকাজে অংশ নেওয়া বদলগাছী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বাস এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষের খবর দুপুর ১২:০০ টার দিকে পাই। ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ভ্যানের চালকসহ ১ জনকে মৃত এবং আরো ১ জন কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। ভ্যান চালক এবং ১ জন যাত্রী কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে রেজাউল করিম বলেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে।সে জায়গায় রাস্তাটি খাড়াখন্দে ভরা। ভ্যানটি বদলগাছী চারমাথা থেকে যাত্রী নিয়ে ভাতসাইল গ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে বাসটি নজিপুর থেকে বদলগাছী হয়ে নওগাঁ যাওয়ার পথে আপেল মোটরসাইকেল শো-রুমের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনা হয়েছে। সেখানে রাস্তাটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ইট দেওয়ার ফলে রাস্তাটি উঁচু নিচু হয়ে আছে সেখানে। সড়ক জনপদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরদারি আর ধীরগতিতে রাস্তায় কাজ হওয়ায় এমন দুর্ঘটনা প্রায় ঘটছে বলে জানান তারা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Header Ad

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার

ডিএমপির নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

Header Ad

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবু (২৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরীর পাঁচলাইশ থানার মাদ্রাসাতুল মদিনায় হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত বাবু। তিনি ওই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিম শিক্ষার্থীর বাবা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?