নারী ঘটিত ঘটনায় দেশে ফিরলেন লঙ্কান ক্রিকেটার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কোনো ম্যাচ না খেলতেই দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার ব্যাটসম্যান কামিল মিশারাকে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ জানানো হয়নি। তবে দেশে ফিরে যাওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘ কামিল মিশারাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ থেকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি ( শ্রীলঙ্কা ক্রিকেট)। দেশে ফিরে আসার পর তার বিরুদ্ধে যে অভিযোগহ উঠেছে তা তদন্ত করে দেখা হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে বিসিবির একটি সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে নারী ঘটিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তিনি তার হোটেল রুমে এক নারী অতিথিকে নিয়ে গিয়েছিলেন। যা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।
২১ বছর বয়সী কামিলা মিশারা টেস্ট দলে থাকলেও এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি। তবে জাতীয় দলের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন মাত্র ১৫। সর্বোচ্চ রান ছিল ১৩।
এমপি/এমএমএ/