মেসি-নেইমারদের সঙ্গে লম্বা সময় খেলতে চান এমবাপে
শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে গেলেন কিলিয়ান এমবাপে। যদিও গ্রীষ্ম মৌষুমে ফ্রি ট্রান্সফারে এমবাপেকে নিতে আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। বলতে গেলে তাকে নিয়ে ক্লাব দুটির মধ্যে চলছিল দ্বিমুখী লড়াই। অবশেষে শনিবার (২১ মে) সন্ধ্যায় পিএসজির আনুষ্ঠানিক এক বিবৃতিতে এমবাপের চুক্তি নবায়নের বিষয়টি প্রকাশ করা হয়। অবশ্য কেন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন সেই ব্যাপারে এমবাপের ভিন্ন মত। জানালেন, তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে মেসি-নেইমারদের মতো সেরাদের সঙ্গে আরও লম্বা সময় ধরে খেলার সুযোগ।
সোমবার (২৩ মে) পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হন এমবাপে। এ সময় এই ফরোয়ার্ড জানান, অর্থ ও অন্যান্য বিষয় ছাপিয়ে তার কাছে মুখ্য ছিল শীর্ষ তারকাদের সঙ্গে এক দলে খেলা।
তিনি বলেন, ‘সত্যি বলতে (চুক্তি নবায়নের সময়) আমরা খুব অল্প সময় পারিশ্রমিক ও ছবি স্বত্ব নিয়ে কথা বলেছিলাম। আমি যা চাই তা হলো, শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলা।’
এমবাপে আরও বলেন, ‘বছরটা আমাদের জন্য কঠিন ছিল, যেটা হতাশাজনক। পিএসজিতে এটা লিওনেল মেসির প্রথম বছর এবং নেইমার চোটাক্রান্ত থাকায় আমরা তিনজন একসঙ্গে খুব বেশি খেলতে পারিনি।’
খবরে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত থাকছেন এমবাপে।
এসআইএইচ