আইসিসিরি চেয়ারম্যানের ব্যস্ততম একদিন
দুই দিনের অনানুষ্ঠানিক ঝটিকা সফরে রবিবার (২২ মে) বাংলাদেশে এসে ব্যস্ত সময় পার করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। প্রথমদিন পূর্বাচলে শেখ হাসিনা আর্ন্তজাতিক স্টেডিয়ামের জায়গা ও নকশা পরিদর্শন করে রাতে তার সম্মানে দেওয়া নৈশ্যভোজে অংশ গ্রহণ করেন। রবিবার দিনের আলো ফুটার পরপরই শুরু হয় তার আরও বেশি ব্যস্ততা।
প্রথমে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি গনভবনে সাক্ষাৎ করতে যান। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরও বেশি করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী আইসিসি চেয়াম্যানকে উদ্দেশে করে তাদের পুরে পরিবারই দাদা, বাবা, ভাইয়েরা খেলোয়াড় ও সংগঠক ছিলেন।
তিনি বলেন, ‘আইসিসির সহযোগিতা পেলে বাংলাদেশের ক্রিকেটট আরও এগিয়ে যাবে।’ এ সময় তারসঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টর খেলা দেখতে। প্রথম সেশন পর্যন্ত দেখে তিনি হেলিকপ্টারে করে যান সিলেটে। সেখানে তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করে স্কুল ক্রিকেটের খেলা কিছুক্ষণ উপভোগ করেন। পরে আবার ফিরে আসেন মিরপুর স্টেডিয়ামে। সেখানে দিনের খেলার শেষের দিকের অংশ আবার দেখে পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি বলেন, ‘কভিড পরিস্থিতির কারণে আমরা নিরপেক্ষ আম্পায়ারিং করতে পারিনি। শেষ বোর্ড মিটিংয়ে নিরপেক্ষ আম্পায়ার ব্যবস্থা আবার চালু করছি।’
২০১১ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ভারত ও শ্রীলঙ্কা মিলে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল। আগামী বছর ভারত এককভাবে আয়োজন করবে। সেই আয়োজনের কয়েকটি ম্যাচ বাংলাদেশে আয়োজন করা সম্ভব কি না জানতে চাওয়া হলে তিনি জানান, আগামী বিশ্বকাপের সব ম্যাচ বন্টন করে দেওয়া হয়েছে। এখানে কিছু করা সম্ভব নয়। কারণ এর সঙ্গে সম্প্রচারের বিষয়টিও জড়িত।’
মঙ্গলবার (২৪ মে) সকালে গ্রেগ বার্কলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে আইপিএলের প্লে অফ ও ফাইনাল ম্যাচ দেখবেন।
এমপি/এমএমএ/