ডমিঙ্গোর দেখা অন্যতম সেরা মুশফিক-লিটনের জুটি
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন মুশফিক ও লিটন জুটি এমন মহাকাব্যিক জুটি গড়েছেন, যে কথনে-লিখনে এই দুই জনের নাম আসতে বাধ্য। তাইতো দিন শেষে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসা দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুই জনকেই প্রশংসায় ভাসিয়েছেন। জানিয়েছেন তার দেখা টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা জুটি। ৬.৫ ওভারে ২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর মুশিফক (অপরাজিত১১৫)-লিটন ( অপরাজিত ১৩৫) জুটি ২৫৩ রান যোগ করে অবিচ্ছিন্ন। তাইতো মোহবিষ্ট ডিমঙ্গোর কন্ঠ দিয়ে বের হয়ে এসেছে, ‘অসাধারণ একটি জুটি ছিল। টেস্ট ক্রিকেটে কোচ হিসেবে এটি আমার দেখা অন্যতম সেরা একটি জুটি। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর
যে চাপ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে দুই ব্যাটসম্যান অসাধরণ দৃঢ়তা দেখিয়েছেন। তাদের চেষ্টা ছিল চমৎকার। সকালের শুরুটা আমাদের ভালো ছিল না। এ সময় কিছু বাজে বল ছিল। কিছু ভালো বলও ছিল। এটিই টেস্ট ক্রিকেট। কিন্তু দুই ব্যাটসম্যান অসাধারণ দক্ষতা আর ক্যারেক্টার দেখিয়ে দলকে বিদপমুক্ত করেছেন।’
২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর অন্য অনেকের মতো এমন সোনাঝরা দিন আশা করেনি কোচও। তার মনে ছিল রাজ্যের শঙ্কা। দুই ব্যাটসম্যানের কাছে এমন দিন উপহার পাওয়ার পর এখন তার ভাবনা দ্বিতীয় দিনের খেলা নিয়ে। সেখানে বেশি গুরুত্ব পাচ্ছে প্রথম শেসন। তিনি প্রথম ঘন্টা নির্বিঘ্নে কাটিয়ে দিতে চান। ডমিঙ্গো বলেন, ‘কাল এই দুজন যদি প্রথম ঘণ্টা পার করে দেয়, তাহলে আমরা খুব ভাল অবস্থায় চলে যেতে পারব। তারা তিনশো রানে করে দিতে পারলে পরে মোসাদ্দেক ( মোসাদ্দেক হোসেন সৈকত) আসবে।’
মুশফিকের সেঞ্চুরি নিয়ে তিনি বলেন, ‘তার (মুশফিক) ভালো করার যে তাড়না ও ইচ্ছে তা অসাধারণ। আমি মনে করি খেলোয়াড়েরা কিছু ভালোবাসা ও সমর্থন চায় যখন ব্যাপারগুলো ঠিকঠাক যায় না। গত কয়েক ম্যাচে সে নিশ্চিত টেকনিক নিয়ে কাজ করেছে। সে জানে কীভাবে রান করতে হয়। আসলে পুরোটাই খারাপ সময়ে খেলোয়াড়কে সমর্থন দেওয়ার ব্যাপার। তখন কেবল ধৈর্য ধরতে হবে, তাদের সামর্থ্যে আস্থা রাখতে হবে।’
লিটনের সেঞ্চুরি নিয়ে তিনি বলেন, ‘এটা তৃতীয় সেঞ্চুরি। এখনও তাকে অনেক দূর যেত হবে। সে অসাধারণ খেলোয়াড়। তার ব্যাটিং দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সম পড়ে আছে। এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। গত দেড় বছর ধরে সে দারুণ কাজ করছে।’
টানা ছয় ম্যাচে অধিনায়ক মুমিুনল দুই অংকের ঘরে যাওয়ার আগেই আউট হলেও কোচ মুমিনুলের ‘অফ’ ফর্ম বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি মনে করি না সে অফ ফর্মে আছে। সে শুধু রান পাচ্ছে না। আমি যাখন তাকে নেটে দেখি তাকে খুব ভালো মনে হয়। তার পজিশন আসলেই ভালো।’
এমপি/এমএমএ/