মুশফিক-লিটনের সংগ্রাম চলছেই
না রাজনীতির ময়দানে ভাই বা দলীয় কর্মী হারানোর সংগ্রম নয়। মুশফিক-লিটনের সংগ্রাম চলছে ২২ গজে। মিরপুরের হোম অব ক্রিকেটে শ্রীলঙ্কার ভয়াবহ বোলিং আক্রমণের মুখে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনে চলছে মুশফিক-লিটনের এই সংগ্রম। তাদের সংগ্রামী ব্যাটিংয়ের কাছে ভোতা হয়ে গেছে দিনের শুরুতে ধারালো হয়ে উঠে লঙ্কান পেস আক্রমণ।
দুই পেসার কাসুন রাজিখা ও আশিতা ফার্নান্ডোর পর তিন স্পিনার প্রাবীন জয়াবিক্রমা, রমেশ মেন্ডিস ও ধনাঞ্জায়া ডি সিলভার মায়াবী ঘূর্ণিও কাবু করতে পারেনি দুই ব্যাটসম্যানকে। সব আক্রমণ সাহসী চিত্তে মোকাবিলা করে দ্বিতীয় সেশনে তারা কোনো উইকেট পড়তে দেননি। যা স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে। জুটিতে যারা যোগ করেছেন ১২৯ রান। দলীয় রান পাঁচ উইকেটে ১৫৩। দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল যোগ করেছে ৩০ ওভারে ৮৭ রান। মুশফিক ৬২, লিটন ৭২ রান নিয়ে আবার নামবেন শেষ সেশনে ব্যাট করতে।
দিনের শুরুতে বাংলাদেশের ইনিংসের উপর দিয়ে যেভাবে কালবৈশাখি ঝড় বয়ে গেছে তাতে করে দ্বিতীয় সেশনে যে বাংলাদেশের ইনিংস এ রকম অক্ষত থাকবে- এ রকম ভাবনার লোক খুঁজতে গেলে হয়ত একজনও খোঁজে পাওয়া যেত না। কিন্তু লিটন-মুশফিক জুটির নৌকাতে চড়ে বাংলাদেশ অক্ষত আছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতিরোধের ডাক দেন লিটন-মুশফিক। এই প্রতিরোধের মুখে লঙ্কানদের কোনো বুলেট-বোমাই তাদের ঠেকাতে পারেনি এগিয়ে চলাকে। একে একে নিজেরা তুলে নেন ফিফটি আর জুটিতে আসে শতরান।
লিটন-মুশফিক জুটি চট্টগ্রাম টেস্টেও এভাবে পিচে জমে গিয়েছিলেন। লিটন ৮৮ রান করে আউট হলেও মুশফিক তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। আউট হয়েছিলেন ১০৫ রানে। আর চতুর্থ উইকেট জুটিতে এসেছিল ১৬৫ রান।
লাঞ্চের পর খেলতে নেমে দুই ব্যাটসম্যান নিজেদের উইকেট রক্ষা করে সাবধানী ব্যাটিং করে যান। তাদের নড়ানো যাচ্ছে না দেখে আশিতা ফার্নান্ডো শট বলে করে যেতে থাকেন। কিন্তু তাতেও লোভের ফাঁদে পা দেননি ব্যাটসম্যানরা। লিটন এক একটি শর্ট বলকে পুল করে সীমানা ছাড়া করানো কাজ করে যান। যদিও একবার নিচে রাখতে না পেরে ক্যাচ দিয়েছিলেন কিন্তু স্কয়ার লেগ থেকে দৌড়ে এসে বলৈ তালুবন্দি করতে পারেননি বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিস। তখন তার রান ৪৭। জীবন পেয়েই তিনি সেই শর্ট বলেই পুল করে ১৩তম ফিফটি তুলে নেন ৯৬ বলে। তাকে অনুসরণ করে মুশফিকুর রহিমও প্রবীন জয়াবিক্রমার বলে দৃষ্টিনন্দন খাভার ড্রাইভ মেরে নিজের ২৬তম ফিফটি করেন ১১২ বলে।
এমপি/আরএ/