সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ব্যাটিং ধস সামলে মুশফিক-লিটনে বাংলাদেশের প্রতিরোধ

 

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছিল। তা’হলে কী আরেকটি ব্যাটিং ব্যর্থতার দু:সহ চিত্রনাট্য মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঞ্চস্থ হতে যাচ্ছে? এবারের পরিস্থিতি যে আগের চেয়েও খারাপ। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়েছিল ১৬ রানে। ওভার ছিল ৮.৫। আজ মিরপুরে ২৪ রানে নেই পাঁচ উইকেট। ওভার আরও কম ৬.৫।

দক্ষিণ আফ্রিকারটা ছিল বাংলাদেশের দ্বিতীয় আর টেস্টের চতুর্থ ইনিংস। সে হিসেবে এ রকমটি হওয়াটা অস্বাভাবিক নয়। প্রথম দিন আধঘণ্টা না যেতেই এ রকম ভয়াবহ অবস্থার? তা’হলে কী লাঞ্চের আগেই বাংলাদেশ অলআউট হয়ে যাবে? দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্ডোর বলে যেভাবে গতি আর সুইংয়ের সংমিশ্রণে খেলা কঠিন হয়ে পড়েছিল, তাতে করে লাঞ্চের আগে অলআউট হওয়ার ভাবনা কেউ করে থাকলে খুব একটা ভুল করেননি। কিন্তু বাংলাদেশ অলআউট হয়নি। এমন কি প্রথম সেশনের বাকি সময় আর কোনো উইকেটও পড়তে দেয়নি। ম্যাচের পরিস্থিতিতে এ রকম অসাধারণ কাজটি করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। তারা দুই পেসার গোলা সামলে ১৬.১ ওভার খেলে যোগ করেন ৪২ রান। দলের রান পাঁচ উইকেটে ৬৬। মুশফিক ২২ ও লিটন ২৬ রান নিয়ে গেছেন লাঞ্চে।

যারা টসের শুরু থেকে খেলার দিকে নজর রাখেননি, তারা যদি হঠাৎ করে স্কোর কার্ড দেখে থাকেন, তা’হলে দেখেই অধিনায়ক মুমিনলের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করবেন? কেন টস জিতে ব্যাটিং বেছে নিলেন। পিচ বুঝতে পারেননি। মুমিুনল কোনো ভুল করেননি। পিচে সামান্য ঘাস ছিল। প্রথম ঘণ্টা ব্যাটসম্যানদের সহায়তা করবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে পড়বে। একই কথা বলেছিলেন লঙ্কান দলপিতও। আবার পিচ রিপোর্টে ধারভাষ্যকার ছিলেন আরেকটু বেশি সরস। তিনি জানিয়েছিলেন শুরুর দিকে পেসাররা সহায়তা পেলেও পরের দিকে স্পিনারদের হয়ে কথা বলবে। মূলত এই দৃষ্টিকোন থেকেই মুমিনুলের টস জিতে ব্যাটিং বেছে নেওয়া। তবে এভাবে উইকেট পতনের পেছনে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও দায় আছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত বোল্ড হলেও আউট হওয়া বাকি তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুমিনুল ও সাকিব নিজেদের দায় এড়াতে পারবেন না।

ইনিংসের ও রাজিথার দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারে চতুর্থবারের মতো শূন্য রানে আউট হওয়ার পর আশিতা ফার্নান্ডোর পরের ওভারে (ইনিংসের দ্বিতীয়) চতুর্থ বলে তামিম ইকবালও ক্যারিয়ারে দশমবারের মতো শূন্য রানে সাজঘরমুখি হন পয়েন্টে জয়াভিক্রমার ডাইভিং ক্যাচে পরিণত হয়ে। তামিম ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে ফেলেন। বলটি এমন কোনো কঠিন ছিল না। এই আশিতা ফার্নান্ডোই আবার মুমিনুলের ব্যর্থতার পাল্লা ভারি করেন নয় রানে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার ক্যাচে পরিণত করেন। মুমিনুল খেলবেন কি খেলবেন না এই সিদ্ধান্তে দিধাগ্রস্ত হয়ে দেরি করে উইকেট দিয়ে আসেন। রাজিথা তার দ্বিতীয় শিকার করেন রাউন্ড দ্য উইকেটে নাজমুলকে আট রানে বোল্ড করে। পরের বলেই সাকিবকে শূন্য রানে এলবিডব্লির ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন। তার রাউন্ড দ্য উইকেটে বল ভেতরে ঢোকার মুহূর্তে সাকিব লেগ সাইটে খেলতে গিয়ে ব্যাটে-বলে মিলন ঘটাতে পারেননি। বল গিয়ে আঘাত হানে প্যাডে। লঙ্কানদের আবেদনে একটু ভেবে আম্পায়ার সিন্ধান্ত দেন। সাকিব সঙ্গেসঙ্গেই রিভিউ নিয়েও বাাঁচতে পারেননি। ক্যারিয়ারের পঞ্চম আর প্রথম বলে দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হলেন। রাজিথাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন লিটন দাস। মুশফিকের সঙ্গে জুটি বাঁধার পর দুই ব্যাটসম্যান ধীরে ধীরে লঙ্কান বোলারদের উইকেট নেওয়ার উত্তেজনা প্রশমিত করতে থাকেন। পরে যা লাঞ্চের আগে নেমে আসে শূন্যের কোটায়।

এমপি/আরএ/

Header Ad

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মঙ্গলবারের (২৬ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে মঙ্গলবারের (২৬ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। তবে স্থগিত করা পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগির ঘোষণা করা হবে।

এছাড়া পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গতকাল রবিবার ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীরা। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad

সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এর জেরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।

Header Ad

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই ভোঁ দৌড় দিলেন ভারতীয় তরুণ পেসার হার্ষিত রানা। ততক্ষণে যে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে করে ২৯৫ রানের ঐতিহাসিক এক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

এদিকে অসিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ৫৩৪ রান। পাহাড়সম এ রানের পেছনে ছুটতে গিয়ে রোববারই তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সোমবার নবম ওভারেই অসিরা হারায় উসমান খাজাকে। এরপর ট্রাভিড হেডের সঙ্গে পঞ্চম উইকেটে ৬২ রান যোগ করেন স্মিথ। ৬০ বলে ১৭ রান সিরাজের বলে ফেরেন স্মিথ। ৫ উইকেটে ১০৪ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চ বিরতির পর আক্রমণাত্মক খেলতে থাকেন হেড ও মার্শ। তবে দ্রুতই দুজনকে ফেরায় ভারত। ১০১ বলে ৮৯ রান করা হেডকে পন্টের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বুমরাহ। আর ৬৭ বলে ৪৭ রান করা মিচেল মার্শকে বোল্ড করেছেন নীতিশ রেড্ডি। এরপরই জয়ের ক্ষণ গণনা শুরু করে ভারত। স্টার্ক-লায়নকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৯ উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন অ্যালেক্স ক্যারি। হ্যাজলউডকে নিয়ে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন। ইনিংসের ৫৯তম ওভারের ৪র্থ বলে ক্যারিকে বোল্ড করে ফেরান রানা। এতে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতে বোর্ডার -গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

পার্থ টেস্টে ভারতের জয়ের নায়ক অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এ পেসার প্রথম ইনিংসে নেন ৩০ রানে ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৪২ রানে পকেটে নেন ৩টি উইকেট। সব মিলিয়ে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এ ডানহাতি পেসার।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা