মালিঙ্গার রেকর্ডে ভাগ বসালেন বুমরাহ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টানা সাত আসরে ১৫ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ডে এবার ভাগ বসালেন মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন শুধুমাত্র শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাই।
শনিবার (২১ মে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয়েছিল বুমরাহ‘র মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৩টি উইকেট শিকারের মধ্যে দিয়ে এ রেকর্ড গড়েন তিনি। এর মধ্যে দিয়ে আইপিএল ক্যারিয়ারে তার উইকেটের সংখ্যা দাঁড়াল ১৪৫।
এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর দাঁড় করাতে পারেনি দিল্লি। কারণ এদিন মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের দলীয় স্কোর দাঁড়ায় ১৫৯ রান। তাদের মধ্যে সবচেয়ে কার্যকরী বোল করেন বুমরাহ। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।
দিল্লির ছুড়ে দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রোহিতের দল। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন ওপেনার ইশান কিশান। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ বলে ৩৭ ও তিলক ভার্মা ১৭ বলে ২১ রান করেন।
এসআইএইচ