পিএসজিতেই থাকছেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের আসা নিয়ে চলছিল গুঞ্জন। তবে এ গুঞ্জনের সমাপ্তি ঘটালেন নিজেই। এরই অংশ হিসেবে নিজের পুরনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। সেইসঙ্গে ক্লাবটির সঙ্গে শেষ করে ফেলেছেন চুক্তির কাজটিও। শুধুমাত্র এখানেই থেমে থাকেননি। চুক্তির দিনটাও উদযাপন করলেন হ্যাটট্রিক দিয়ে। তার হ্যাটট্রিক ও নেইমার-ডি মারিয়ার গোলে শনিবার রাতে মেটজের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পায় পিএসজি।
এদিন ম্যাচের পুরো ৯০ মিনিটই একের পর এক আক্রমণে মেটজকে ব্যতিব্যস্ত রাখে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ফলে প্রথমার্ধেই এমবাপ্পের জোড়া গোল ও নেইমারের গোলে ৩-০ তে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় দলটি। এ সময়ের খেলায় তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। এটি নিয়ে লিগে তার ২৮তম গোল। অপর গোলটি করেন ডি মারিয়া।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, নতুন চুক্তি অনুযায়ী প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত থাকছেন এমবাপে। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে টেলিফোনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
এসআইএইচ