ঢাকা টেস্ট দেখবেন আইসিসি চেয়ারম্যান
আইসিসির পূর্ণ সদস্য হওয়ার আগে সংস্থার প্রেসিডেন্ট কিংবা চেয়ারম্যানের বাংলাদেশ সফর ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু ২০০০ সালে টেস্ট মযার্দা পাওয়ার পর আর দূর্লভ হয়ে থাকেনি। যখন যিনি দায়িত্ব পলন করেছেন তারা অন্তত একবারের জন্য হলেও বাংলাদেশ সফর করে গেছেন।
এবার আসতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বিসিবির আমন্ত্রণ নয়, তিনি নিজের ইচ্ছেতেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা দেখার ইচ্ছে পোষণ করেছেন। তার এই সফল অনানুষ্ঠানিক বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরের হোম অব ক্রিকেটে এই টেস্ট শুরু হবে ২৩ মে।
গ্রেগ বার্কলে আসিসিরি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ২৫ নভেম্বর। তিনি ভারতে যাওয়ার আগে বাংলাদেশ হয়ে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে আইপিএলের প্লে অফ ও ফাইনাল দেখতে তিনি ভারত যাবেন। ভারত যাওয়ার আগে তিনি বাংলাদেশ সফরের পরিকল্পনা করেছেন। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৪ মে কলকাতার ইডেন গার্ডেনে। যে কারণে গ্রেগ বার্কেল ঢাকা টেস্টের শুধুমাত্র প্রথম দিনের খেলা দেখবেন। এরপর ভারত যাবেন। সেখানে তার সঙ্গি হবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। সৌরভ গাঙ্গুলি বিসিবি সভাপতিসহ বিশ্বের সব কটি ক্রিকেট বোর্ডের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন।
গ্রেগ বার্কলের সফর নিয়ে বিসিবি সভাপতি নিজেও কিছু জানেন না। তার সফর নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান কেন আসছেন আসলে এটা আমিও জানি না। কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন। বর্তমান চেয়ারম্যান ভারতে যাবেন আইপিএল ফাইনাল দেখতে, তাই হয়ত ঠিক করেছেন বাংলাদেশে আসবেন।’
অনানুষ্ঠানিক সফর, ‘তাই আইপিএলর চেয়ারম্যারের কাছে কোনো দাবী-দাওয়া তুলে ধরবেন না।’
অনেকটা হেসে তিনি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখতে চান। আমরা খুব খুশি, আমাদের জন্য ভালো খবর। এখানে চাওয়া-পাওয়ার কিছু নেই। এ রকম করলে তো কোনো চেয়ারম্যান ভয়ে আসবেই না! পেশাদার যা করা দরকার আইসিসিতে বসেই করব।’
এমপি/এমএমএ/