উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
হজ পালনের উদ্দেশ্যে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকছেন না বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরই মধ্যে নিজের অনুপস্থিতির কথা বিসিবিকে জানিয়ে ছুটির আবেদন করেছেন তিনি।
এ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, মুশফিকের ছুটির আবেদন তারা মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, এক মাসেরও বেশি সময় আগে মুশফিক আমাদের কাছে ছুটি চেয়ে রেখেছিল। তখন অবশ্য বলেছিল যে কোটার ব্যাপার আছে, হজে তো এবার সবাই যেতে পারছে না। এজন্য একটু অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত তার নাম এসেছে কোটার মধ্যে। চট্টগ্রাম টেস্টের সময় ওর ছুটি আমরা নিশ্চিত করেছি।
মুশফিকের অনুপস্থিতি দলের জন্য বড় শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি জানান, একটা বড় ঘাটতি থাকবে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজ সফর এমনিতেই কঠিন, সেখানে অভিজ্ঞ একজন ব্যাটসম্যান নেই। কিন্তু হজ করার মতো ব্যাপারে তো অনুমতি দেওয়া ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। আশা করি ভালোভাবে হজ করার পর আমরা তাকে আবার সেরা চেহারায় পাব।
এর আগে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে না পাওয়ার তালিকায় উঠে এসেছিল তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসানের নাম।
উল্লেখ্য, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল। খসরা সূচি অনুযায়ী অ্যান্টিগায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। এ ছাড়াও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিব-তামিম-মাহমুদুল্লাহরা। ম্যাচগুলো যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে। তা ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো মাঠে গড়াবে ১০ জুলাই থেকে। সর্বশেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই।
এসআইএইচ