এশিয়া কাপ বাংলাদেশে?
২০১৮ সালের পর আর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ আয়োজন হয়েছিল মরুর বুকে সংযুক্ত আরব আমিরাতে। এরপর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু করোনার কারণে তা আর অনুষ্ঠিত হতে পারেনি। আবার ভারতের না খেলার বিষয়টিও ছিল। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্থান পরিবর্তন করে শ্রীলঙ্কাতে নিয়ে যায়। পাকিস্তানকে দেয়া হয় ২০২৩ সালের আসর আয়োজন। এদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কাতেও না হওয়াবর সম্ভাবনা রয়েয়ছে। সে ক্ষেত্রে আবারো ভেন্যু পরিবর্তন হয়ে তা বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আগে এশিয়া কাপ অনুষ্ঠিত হতো ওয়ানডে ফরম্যাটে। এখন সেখানে এসিসি পরিবর্তন এনে আইসিসির ইভেন্টের সঙ্গে মিল রেখে ফরম্যাট পরিবর্তন করে আয়োজন করে থাকে। প্রতি দুই বছর অন্তর আয়োজিত এই আসর যখন আইসিসিরি ওয়ানডে বিশ্বকাপ থাকে, তখন ওয়ানডে ফরম্যাটে, আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ধারাবাহিকতায় ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে ২০১৮ সালের সর্বশেষ আসর বসেছিল ওয়ানডে ফরম্যটে। এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ অক্টেবার-নভেম্বরে অস্ট্রেলিয়াতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার ২০২৩ সালের আসর বসবে ওয়ানডে ফরম্যাটে। কারণ আগামী বছর আবার ভরতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
শ্রীলঙ্কা এই আসর আয়োজনের জন্য প্রস্তুতই ছিল। কিন্তু হঠাৎ করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সরকারে আসে পরিবর্তন। এদিকে এর প্রভাব পড়ে দেশের সামাজিক জীবন যাত্রাতেও। চরম খাদ্যাভাব ও অর্থনৈতিক সংকট দেখা দেয়। যা এখনো বিরাজমান। নতুন সরকার সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এ রকম পরিস্থিতিতে দেশটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ছয় দলের চলতি আসর শুরু হওয়ার কথা ২৭ আগষ্ট। শেষ হবে ১১ সেপ্টেম্বর। তাই নিয়েং শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে বলে ভারতীয় গনমাধ্যম জানিয়েছে। তাদের মতে এবারের আসর আয়োজনে বাংলাদেশই একমাত্র উপযুক্ত স্থান। কারণ ভারত ও পাকিস্তানে আয়োজন সম্ভব নয় দুই দেশের রাজনৈতিক বৈরতার কারণে।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে প্রচন্ড গরম। বাকি থাকে শুধু বাংলাদেশ। এ বিষয়ে এসিসি এখনো কোনো সিন্ধান্ত গ্রহণ করেনি। আবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও এশিয়া কাপ না সরাতে এসিসির সভাপতি জয় শাহর শরনাপন্ন হয়েছে। তবে তারা ভেন্যু পরিবর্তনের আগে শ্রীলঙ্কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষন করবে বলে ভারতীয় গনমাধ্যম জানিয়েছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানি না। বিষয়টি সম্পূর্ণ এসিসির এখতিয়ার।’
বাংলাদেশে এর আগে পাঁচবার এশিয়া কারে আসর বসেছে। প্রথমে ১৯৮৮ সালে। যা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখতে বিরাট ভুমিকা রেখেছিল। এরপর ২০০০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে আসর বসেছিল। আর শ্রীলঙ্কাতে বসেছি ১৯৮৬, ১৯৯৭, ২০০৪ সালে। এশিয়া কাপের এবারে আসর ১৫তম।
এমপি/এএজেড