তাইজুলের ঘুর্ণিতে শ্রীলঙ্কার ৪ উইকেটের পতন
চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৫ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তবে প্রথম সেশন শেষ না হতেই ৪ উইকেট হারিয়ে বসেছে করুনারাত্নের দল।
স্পিনার তাইজুলের ঘুর্ণিতে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে লঙ্কানরা। তারা প্রথমদিকে মারমুখী ভঙ্গিতে খেলা শুরু করলেও উইকেট পতনের পর সাবধানী ভঙ্গিতে ব্যাট করছেন তারা।
আউট হওয়া চারজনের কেউই ব্যক্তিগত স্কোর বড় করতে পারেননি। তাদের মধ্যে অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া হয় কুশল ম্যান্ডিসের। তাইজুলের বোলে ৪৮ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। বাকি তিনজনের মধ্যে লাসিথ ইমবুলদেনিয়া ও অ্যান্জেলা ম্যাথিউসকেও নিজের শিকার বানান তাইজুল। তাদের মধ্যে লাসিথ মাত্র ২ রান করেন। আর ম্যাথিউস রান খাতাই খুলতে পারেননি। এ ছাড়াও ওপেনিংয়ে নামা অশাদা ফার্নেন্দা বেশি দূর এগুতে পারেননি। কারণ ব্যক্তিগত ১৯ রানের মাথায় তাইজুলের ছোড়া বল স্ট্যাম্পে আঘাত হানলে মাঠ ছাড়তে হয়।
এদিকে গতকাল বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে চোট পান শরিফুল। এর ফলে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার। অবশ্য শুধুমাত্র এই ম্যাচেই নয় পরের ম্যাচেও তাকে বাংলাদেশ দল পাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে বোর্ড কর্মকর্তারা।
এসআইএইচ