ম্যাথিউস দ্বাদশ অভাগা
একজন ব্যাটসম্যানের চির আরাধ্য হলো তিন অংকের মালা গাঁথা। সেই সেঞ্চুরি পূর্ণ করার জন্য যখনই একজন ব্যাটসম্যান নব্বইর ঘরে পৌছে যান, তখনই তিনি সাবধান হয়ে যান। কিন্তু তারপরও অনেকেরই মনোবাঞ্চনা পূর্ণ হয় না। ৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা অগনিত। আবার অনেক শতরান করেন ছুটেন দ্বিশত রানের দিকে।
এখানেও একজন ব্যাটসম্যান ১৯০ রানের ঘরে যাওয়ার পর আরও বেশি করে সাবধানী হয়ে যান। তারপরও এখানে ঘটে স্বপ্ন ভঙ্গ। এবার যেমন ঘটেছে লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্ষেত্রে। উইকেটে শেষ ব্যাটসম্যান। বিশ্ব ফার্নান্ডো। তাও আবার শরিফুলের বল হেলম্যাটে লাগাতে মাঠ ছেড়ে পরে আবার ফিরে এসেছেন।
যে কারণে এই দুই জন ব্যাটসম্যান জুটি বেঁধে বলের পর বল ছেড়ে দিয়েছেন, সেখানে ম্যাথিউস নিজেই আক্রমণাত্বক হয়ে উঠেন। আর খেসারত দেন নাঈমের বলে স্কয়ার লেগে সাকিবের হাতে ১৯৯ রানে ধরা পড়ে। তার ৩৯৭ বলের ইনিংসে ছিল একটি ছক্কা ও ১৯টি চার।
তার আগে আরও ১১ জন ব্যাটসম্যান ১৯৯ রানে আউট হয়েছিলেন। তারা হলেন পাকিস্তানের মোদাসসর নজর, ইউনিস খান, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, লুকেশ রাহুল, অস্ট্রেলিয়ার ইলিয়ট, স্টিভ ওয়াহ, স্টিভেন স্মিথ, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, ইংল্যান্ডের আয়ান বেল, দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও ডু প্লেসি ।
এমপি/এমএমএ/