সেরা একাদশে রুমানা
বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো মরুর বুকে অনুষ্ঠিত হয়ে গেল মেয়েদের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। চ্যাম্পিয়ন হয়েছে টর্নেডোজ ওমেন দল।
ছয় দলের আসরে বাংলাদেশ থেকে দুই ক্রিকেটার জাহানার আলম ও রুমানা আহমেদ ডাক পেয়েছিলেন। জাহানারা ফ্যালকন ওমেন দলে ও রুমানা বার্মি আর্মি দলে খেলেন। দুই জনের দলই সেমিতে উঠেছিল। কিন্তু ফাইনালে যেতে পেরেছিল জাহানার দল। যদিও ফাইনালে তারা আট উইকেটে হেরে রানার্সআপ হয়েছে। আসরের সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ তৈরি করা হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন রুমানা আহমেদ।
১১ জনের দলে তিনজন করে ক্রিকেটার আছেন বার্মি আর্মি, ফ্যালকন ও টর্নেডোজ দলের। একজন করে সুযোগ পেয়েছেন স্প্রিট ও ওয়ারির্য়াস থেকে। আসরের অপর দল শাপিয়ার্স থেকে কোনো ক্রিকেটার সুযোগ পাননি।
এবারে আসরে রুমানা প্রথম দিকে তেমন ভালো করতে না পারলেও পরে ব্যটে-বলে জ্বলে উঠেন। সেমি ফাইনালসহ দুই ম্যাচে তিনি নেন তিনটি করে উইকেট। আবার ব্যাট হাতে করেন মারুমুখি ব্যাটিংও। লিগ পর্বে তিনি শাপিয়ার্সের বিপক্ষে ২২ রানে নেন তিন উইকেট। ব্যাট হাতে স্প্রিটের বিপক্ষে করেন অপরাজিত ২৬ রান। সেমি ফাইনালে তিনি দারুণভাবে জ্বলে উঠেছিলেন। ব্যাট হাতে মাত্র ১৫ বলে মারমুখি ব্যাটিং করে ৩৫ রান করে অপরাজিত থাকেন। পরে বল হাতে ২৩ রানে নেন তিন উইকেট। তারপরও তার দল জিততে পারেনি। কিন্তু তিনি জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। আসরে রুমানা সাত ম্যাচ খেলে চার ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে রান করেন ৬৩। সব কটি ম্যাচেই তিনি অপরাজিত ছিলেন। উইকেট পেয়েছেন সাতটি। যা আসরের চতুর্থ সেরা। ব্যাটে-বলে এই নৈপুণ্যই তাকে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে দিয়েছে।
এমপি/আরএ/