রানার্সআপেই সন্তুষ্ট বাংলাদেশ হকি দল
আশা পূরণ হলো না বাংলাদেশ হকি দলের। এশিয়ান গেমস হকিতে আগেই টিকিট নিশ্চিত করা বাংলাদেশ দলের স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু স্বপ্ন পূরণের শেষ ধাপ গিয়ে তারা প্রচন্ডভাবে হোচট খেয়েছে ওমানের কাছে। ফাইনালে তারা ওমানের কাছে হেরেছে ৬-১ গোলের শোচনীয় ব্যবধানে।
দুই দলই ফাইনালে এসেছিল নিজ নিজ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে। পরে সেমিতেও জয়ী হয়। কিন্তু ফাইনালে এসে বাংলাদেশ দল আর পেরে উঠেনি। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। প্রথম কোয়ার্টারেই তারা ৩-০ গোলে পিছিয়ে পড়ে। চার মিনিটে আল সাইবি আমের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর আট মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল লাওয়াতি ফাহাদ। দুই মিনিট পর অধিনায়ক আল সাদি সালাহর ফিল্ড গোলে ওমান ৩-০ গোলে এগিয়ে যায়।
প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়াতে বেশ বেকায়দায় পড়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে খেলায় ফিরে আসার চেষ্টা করে। কিন্তু এই কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য ম্যাচে ফেরাটা আরো কঠিন হয়ে পড়ে। তৃতীয় কোয়ার্টারে গিয়ে উল্টো আরেকটি গোল হজম করলে ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়। ৩৪ মিনিটে আল কাসমি মোবারক ফিল্ড গোল করলে বাংলাদেশের সামনে বড় হার লেখা হয়ে যায়।
শেষ কোয়ার্টারে গিয়ে বাংলাদেশ আরো দুই গোল হজম করে শান্তনার একটি গোল পরিশোধ করে। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে ব্যবধান কমিয়ে ৪-১ করার পর বাংলাদেশ দল দুই গোল হজম করে। ৫১ মিনিটে আল ফাজারি ও ৫৯ মিনিটে আল শিবলি আসামা গোল করলে দলকে ৬-১ গোলে এগিয়ে নেন। খেলার শেষ মিনিটে ফজলে রাব্বি ফিল্ড গোল করে ব্যবধান কমালে ৬-২ গোলের লজ্জ্বার হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের বাংলাদেশকে।
এমপি/আরএ/