টাইব্রেকারে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল
চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লিভারপুল। শনিবার (১৪ মে) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে জিতে ইয়ুর্গেন ক্লপের দল। এর পাশাপাশি কোয়াড্রাপল (চার শিরোপা) জয়ের সম্ভাবনাও টিকিয়ে রাখল তার শিষ্যরা।
ম্যাচের শুরুর ১৫ মিনিট লিভারপুলের দাপটের পর পাল্টা জবাব দেয় চেলসি। এভাবে বিরতির আগে আক্রমণ-পাল্টা আক্রমণ চলে। তবে ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় দুই দলই গোলের দেখা পাননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণে যায় চেলসি। তবে জালের দেখা পায়নি টমাস টুখেলের শিষ্যরা। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে তিনবার পোস্ট ও ক্রসবার কেপে উঠলেও মেলে না গোলের দেখা।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের প্রথমার্ধে আধিপত্য বজায় রাখে চেলসি। দুটি সুযোগও তৈরি করে গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে অপরিকল্পিত আক্রমণে শুধুমাত্র খেলা শেষ হয়।
অবশেষে জয়-পরাজয় নির্ধারণ হয় ট্রাইবেকারে। এতে ৭ শটের মধ্যে দুটি শট মিস করে চেলসি। পক্ষান্তরে একটি মিস করে লিভারপুল। ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এসআইএইচ