টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সাদা পোশাকে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। যদিও বছরটা শুরু হয়েছিল মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউ জিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে। কিন্তু এ শেষ। এরপর যে তিনটি টেস্ট খেলেছে, সেখানে সর্বত্রই হার। এক একটি হার ছিল আবার শোচনীয় ব্যবধানে। বিশেষ করে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে শোচনীয় ব্যবধানে হারের চেয়েও বড় হয়ে উঠেছিল দুই টেস্টের উভয় ইনিংসেই মাত্র ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়া।
এদিকে ঘরের মাঠে (মিরপুর) গত ২৭ মাসে নেই কোনো জয়। চট্টগ্রামে ৫৪ মাস। সব মিলিয়ে গত ২২ বছরে টেস্ট মযার্দা পাওয়ার পর উন্নতির গ্রাফ খুবই ধীর গতির। সাদা চোখে দেখলে উন্নতির বিন্দুমাত্র চিহ্ন নেই। এ রকম অংকের অনেক হিসেব আছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। সেসব অংকের যোগফল মেলাতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে চট্টগ্রামে। যেখানে টস হেরে মুমিনুল হকের দল বোলিং করতে নামবে। টস জিতলে মুমিুনলও ব্যাটিং বেছে নিতেন বলে জানিয়েছেন। দুই দলেরই এটি সপ্তম ম্যাচ। ছয় ম্যাচ থেকে শ্রীলঙ্কার সংগ্রহ ২৪, বাংলাদশের সংগ্রহ ১২ পয়েন্ট। আজকের ম্যাচে চার টেস্ট পর আবার বাংলাদেশ দলে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ও পারিবারিক কারণ মিলিয়ে তার এ কয়টি টেস্ট খেলা হয়নি। সাকিবকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি। তার অভিষেকও হয়েছিল সাকিবের অনুপস্থিতিতে। সেরা একাদশে ফিরেছেন অফ স্পিনার ঘরের ছেলে নাঈম হাসন ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি ছাড়াও মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন। এ ছাড়া ইনজুরির কারণে নেই মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কা দল চরম অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে খেলতে এসেছে। তারা একাদশ সাজিয়েছে সাত ব্যাটসম্যান দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। বাংলাদেশ দলও তাই। কিন্তু সাকিব দলে থাকাতে সেখানে বোলার হয়ে গেছে পাঁচজন। বাংলাদেশ খেলছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।
এদিকে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারা এন্ডু সায়মন্ডস সড়ক দুর্ঘটনায় মাার যাওয়াতে তার প্রতি শ্রদ্ধা খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হবে।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম হাসান।
এসএন