ফাইনালে বাংলাদেশ, সঙ্গী ওমান
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে লক্ষ্য পূরণের শেষ ধাপে টৌছে গেছে লাল-সবুজের বাংলাদেশ।
শনিবার (১৪ মে) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ৪-১ গোলে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ওমান। প্রথম সেমিতে ওমান ২-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। আগামীকাল বাংলাদেশ সময় ৩টায় অনুষ্ঠিতে হবে ফাইনার।
চীনের হাংঝুতে (করোনার কারণে স্থগিত) এশিয়ান গেমস হকিতে বাংলোদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতেই গেমসের টিকিট নিশ্চিত করে নেয়। কিন্তু মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। সেই পথে আছে বাংলাদেশ।
আসরে আজই বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে। এর আগে বড় জয় ছিল গ্রুপ পর্বে ৩-১ গোলে যথাক্রমে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশের হয়ে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দুইটি এবং রুমান সরকার ও মো. রকিবুল একটি করে গোল করেন।
আসরে বাংলাদেশ সবচেয় বড় জয় পেলেও প্রথমে কিন্তু গোল হজম করেছিল। ১০ মিনিটেই রংনিয়াম চানাচুলের ফিল্ড গোলে থাইল্যান্ড এগিয়ে যায়। এই গোল স্বাগতিকদের জন্য উৎসবের পরিবর্তে অশনি সংকেত ডেকে আনে। গোল হজম করার পর তেড়েফুড়ে উঠে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ৭ ( ম্যাচের ২২ মিনিট) মিনিটেই রুমান সরকারের ফিল্ড গোলে বাংলাদেশ সমতা আনে। ৭ মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি থাইল্যান্ড।
তৃতীয় কোয়র্টারের ৫ ও ম্যাচের ৩৫ মিনিটে আশরাফুল ইসলাম আবারো পেনাল্টি কর্ণার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন। চতুর্থ কোয়ার্টারের ২ ও খেলার ৪৭ মিনিটে মো. রকিবুল ফিল্ড গোল করলে বাংলাদেশ ৪-১ গোলে এগিয়ে যায়। পরে এই ব্যবধানেই বাংলাদেশ জিতে ফাইনালে উঠে যায়।
এমপি/এমএমএ/