করোনা মুক্ত হলেও সাকিবের টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা
শুক্রবার সকালেই সুখবরটা ছড়িয়ে পড়ে। করোনা মুক্ত হয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট তার খেলার সম্ভাবনা আছে। বিকালেই তিনি বিমানে চট্টগ্রাম গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয় বিসিবি থেকে। এতে করে সাকিবের খেলার সম্ভাবনার দ্বার আরও বেশি করে খুলে যায়। কিন্তু তা কেবল আশা আর পরিকল্পনাতেই। দুপুরেই চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ রাসেল ডমিঙ্গোর কথায় ছিল সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা। দুই জনের কথার সারমর্ম হলো সাকিব করোনা মুক্ত হলে খেলার জন্য ফিট হতে হবে। আবার বেশ কয়েকদিন নেই খেলায়। এমন কি অনুশীলনেও। আবার খেলতে হবে টেস্ট ম্যাচ। যেখানে ফিট থাকাটা খুব বেশি জরুরি।
শুক্রবার (১৩ মে) চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে সেখানে গিয়ে তিনি হোটেল রেডিসনে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তিনি সকিব প্রসঙ্গে বলেন, ‘হয়তো সে খেলতে পারে আবার নাও খেলতে পারে। এটা আসলে বলাটা মুশকিল। ওর এবং মেডিক্যাল টিমের উপর নির্ভর করছে। এখানে আবেগী হওয়ার কিছু নেই। কিন্তু করোনা নেগেটিভ হয়ে খেলা, এটা যদি একদিনের ফরম্যাট হতো আমরা বলতাম খেলো। এটা পাঁচ দিনের খেলা। আমরা চাইবো না ওর জন্য বাড়তি চাপ হোক বা ক্ষতির ইস্যু হয়। সেজন্য আমরা সাবধানে যাব। ওর উপর পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। ও যদি খেলতে চায়, তাহলে ও খেলবে, ওকে তো না করার কোনো সুযোগ নেই।’
বিসিবির সভাপতির এই কথার সঙ্গে আবার মিল নেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। তিনি এভাবে সুস্থ হয়ে এসেই হুট করে টেস্ট খেলার পক্ষে নয়। তিনি বলেন, ‘অবশ্যই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। মাত্রই সে করোনা থেকে সেরে উঠেছে। ও আমাদের অনেক বড় শক্তি। দলে থাকলে ভারসাম্য নিয়ে আসে। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় থেকে সে ব্যাটিং-বোলিং কিছুই করেনি। হুট করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন। পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। তাকে আমরা আগামীকাল পরীক্ষা করে দেখব।'
নিজের করোনা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে ডমিঙ্গো বলেন, ‘আমারও করোনা হয়েছিল। আমি জানি কতটা বাজে অভিজ্ঞতা হয়। শরীরে একেবারেই শক্তি পাওয়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে প্রায় ৬ ঘণ্টা মাঠে থাকতে হয়। কখনো কখনো পুরো পাঁচদিনই। তাকে খেলাতে হলে এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। আমরা তাকে অবশ্যই দলে পেতে চাই। সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার সে। আমাদের নিশ্চিত করতে হবে সে যেন তার পারফর্ম করার মতো অবস্থায় থাকে। সকল সুযোগ পায়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।'
সাকিবের মতো ক্রিকেটারকে ডমিঙ্গো অবশ্যই দলে চান। তবে ফিট সাকিবকে। তিনি বলেন, ‘যেকোনো দিনেই যে কেউ ফুল ফিট সাকিবকে তার দলে পেতে চাইবে। ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে। একদিনে তাকে অন্তত ১৫ ওভার বোলিং করতে হবে। ব্যাটিংয়ে টপ সিক্স বা সেভেনে ব্যাটিং করতে হবে। এ সব বিষয় আমাদের বিবেচনায় আনতে হবে।'
এমপি/আরএ/