সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড
এশিয়ান গেমসের উনিশতম আসর বসার কথা ছিল চীনের হাংঝুতে। কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে তা স্থগিত করা হয়েছে। কিন্তু এরই মাঝে আবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে গেমস হকির বাছাইপর্ব। ৯ দলের আসরে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। যেখান থেকে ছয়টি দল খেলার সুযোগ পাবে। দুই গ্রুপ থেকে সেমিতে উঠা চার দলের সঙ্গে গ্রুপের তিন ও চারে থাকা চার দলের দুইটি দল। ইতিমধ্যে সেমি ফাইনাল খেলা নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে ওমান ও থাইল্যান্ড এবং ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।
আসরে বাংলাদেশ মূল পর্বের ভিসা পাবে এটা ধরে নিয়েই খেলতে গিয়েছে। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতেই তারা সেই ভিসা নিশ্চিত করে ফেলে। আসরে বাংলাদেশের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে তারা ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। অপর সেমিতে মুখোমুখি হবে ওমান ও ইন্দোনেশিয়া। দুইটি সেমি ফাইনালই অনুষ্ঠিত হবে আগামীকাল। বাংলাদেশ খেলবে দ্বিতীয় সেমি ফাইনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৫ মে।
সেমিতে আসার পথে বাংলাদেশ গ্রুপ পর্বে ৩-১ গোলে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাকে এবং সিঙ্গাপুরকে ১-০ গোলে পরাজিত করেছিল। গ্রুপ পর্বে বাংলাদেশ যে ৭ গোল করেছে, তা সাতজন খেলোয়াড়ের স্টিক থেকে এসেছে। সাত গোলদাতা হলেন সারোয়ার হোসেন, পুষ্কর ক্ষিসা মিমো, ফজলে রাব্বি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, রুমান সরকার ও মোহাম্মদ রাকিবুল অপরদিকে থাইল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে কাজাখিস্তানকে ৩-০ গোলে হারিয়ে একমাত্র জয় পেয়েছিল। এরপর উজবেকিস্তান ও হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ওমানের কাছে হেরেছিল ১-০ গোলে।
এমপি/টিটি