বসুন্ধরা কিংসের এগিয়ে যাওয়া আবাহনীর পিছিয়ে পড়া
প্রিমিয়ার লিগ ফুটবলের পনেরতম রাউন্ড ছিল শিরোপা লড়াইয়ে থাকা দুই দল বসুন্ধরা কিংস ও আবহনীর মধ্যে ব্যবধান বাড়ানোর রাউন্ড। এমনিতেই বসুন্ধরা কিংস আবাহনীর থেকে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। এই রাউন্ডে বসুন্ধরা কিংস ২-১ ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারালেও আবাহনী ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। ১৫ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৮, আবাহনীর পয়েন্ট ৩২। এদিকে দ্বিতীয় পর্ব থেকে দারুণ ছন্দে থাকা সাইফ স্পোর্টিং ক্লাব টানা চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে। আজ তারা ৩-১ গোলে হারিয়েছে মোহমেডানকে।
এবারের এএফসি কাপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বসুন্ধরা কিংস। ১৮ মে কলকাতায় শুরু হবে দক্ষিণা জোনের ‘ডি’ গ্রুপের ম্যাচ খেলতে। তার আগে লিগে এটিই ছিল তাদের শেষ খেলা। সেখানে যাওয়ার আগে তারা নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই করে নিয়েছে পুলিশকে ২-১ গোলে হারিয়ে। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে পুলিশের হোম ভেন্যুতে স্বাগতিকরা কোনো কিছু বুঝে উঠার আগেই বসুন্ধরা কিংস তাদের গোল দিয়ে দেয়। ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা ১২ মিনিটে গোল করার পর ব্যবধান দ্বিগুণ করেন ৩০ মিনিটে। ৮২ মিনিটে গিয়ে পুলিশের পক্ষে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ডানিলো।
সিলেটে নিজেদের মাঠে আবাহনীর জন্য ছিল কপাল খারাপ। তবে, জয়ের পথেই ছিল তারা। ৩৪ মিনিটে মেহেদির গোলে এগিয়ে যাওয়ার পর ৮০ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্র ১০ জনের দলে পরিণত হয়। ১০ জনের শেখ রাসেলকে পেয়ে কোথায় গোল বাড়িয়ে নেওয়ার কথা, উল্টো সেখানে তারা আবার গোল হজম করে। তাও ইনজুরির টাইমের পঞ্চম মিনিটে। দিপকের গোলে শেখ রাসেল যেমন ভাগ্যপ্রসূত এক পয়েন্ট পায়, তেমনি আবাহনী হাতছাড়া করে নিশ্চিত জয়।
কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের ভেন্যুতে জ্বলে উঠেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ৩, ২৩ ও ৮০ মিনিটে তিন বিদেশির কাছ থেকে পাওয়া গোলে সাইফ স্পোটিং জয় নিশ্চিত করে ফেলে। তিন গোলদাতা ছিলেন গফুরভ, এমফুন সানডে ও ওগবগে। ৮৯ মিনিটে মোহামেডানের হয়ে একটি গোল পরিশোধ করেন জাফর ইকবাল। মোহামেডানের এটি ছিল সাত ম্যাচ পর প্রথম হার। টানা চার জয়ে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব চারে উঠে এসেছে। হারলেও মোহামেডানের অবস্থানের হেরফের হয়নি। ২২ পয়েন্ট নিয়ে তারা ছয়েই আছে।
এদিকে আগের ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে প্রথম হারের স্বাদ নেওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে আবার জয়ে ফিরেছে। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলার ৬ মিনিটের সময় মুসা টাচি যে গোল করেন, সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামাল তিনেই আছে। ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের পয়েন্ট দশে।
এমপি/আরএ/