আইপিএলে সালমার পর সুপ্তা
মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দিন দিন কদর বাড়ছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের। দুবাইতে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে ফেয়ারব্রেক আসরে খেলছেন জাহানার আলম ও রুমানা আহমেদ। এবারও আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। সালমা খাতুনের আইপিএলে খেলা আগেই নিশ্চিত হয়েছিল। নতুন করে যোগ হয়েছে সুপ্তার নাম।
দুই ক্রিকেটারই বিসিবির ছাড়পত্র পেয়ে এখন ভারত যাওয়ার অপেক্ষায়। দুই জনেই ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা পাননি। ভিসা পেলে ১৫/১৬ তারিখ তাদের ভারত যাওয়ার কথা রয়েছে।
কে কোন দলে খেলবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল বাছাই করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিন দলের আসর শুরু হবে ২৩ মে। শেষ হবে ২৮ মে। দল তিনটি হলো সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। খেলা হবে পুনেতে। সিঙ্গেল লিগ পদ্বতিতে খেলা। তারপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
আইপিএলের গত আসরেও বাংলাদেশে থেকে দুই ক্রিকেটার খেলেছিলেন। তাদের একজন ছিলেন সালমা খাতুন। অপরজন জাহানারা আলম। সালমা খেলেছিলেন ট্রেইলব্লেজার্সের হয়ে। জাহানারার দল ছিল ভেলোসিটি।
সালমার ফ্রাঞ্চাইজি আসরে খেলার পূর্ব অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন। জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী সুপ্তা যে কারণ প্রথমে সংবাদ জানার পর খুবই উচ্ছ্বাসিত হয়েছেন। তিনি সংবাদটি প্রথমে জেনেছেন ওমেন্স উইংসের ম্যানেজার তৌহিদ মাহমুদের কাছ থেকে।
সুপ্তা বলেন, ‘আমি তখন জিমে ছিলাম। তৌহিদ ভাই ফোন করে সংবাদ জানানোর পর খুবই ভালো লেগেছে। ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা আমার আগে হয়নি। এবারই প্রথম। তারপরও আবারা আইপিএলের মতো টুর্নামেন্টে। আমি চেষ্টা করব প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করার। ভালো কিছু করার।’
এমপি/এমএমএ/