বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর মি. হোয়াইট
বাংলাদেশ-শ্রীলঙ্কার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজের জন্য টাইটেল স্পন্সর হয়েছে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। পাওয়ারড বাই ওয়ালটন। যে কারণে সিরিজের নামকরণ করা হয়েছে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’
আজ বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মোহাম্মদ ফিরোজ আলম এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীর।
দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৫ মে চট্টগ্রামে। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায় ২৩ মে। আসরে ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১২। মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউ জিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এই পয়েন্ট পেয়েছিল। শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। তারা টেস্ট খেলেছে ৪টি। বাংলাদেশের অবস্থান আটে, শ্রীলঙ্কার পাঁচে। সবার উপরে আছে ৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া।
এমপি/আরএ/